নিউ টাউন বাগজোলা খালপাড়ের দোকানে ডাকাতি লক্ষাধিক টাকার জিনিস নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ঘটনাস্থলে নিউ টাউন থানার পুলিশ নিউ টাউন থানা অন্তর্গত প্রোমদগড় বাগজোলা খালপাড়ের মোবাইল রিপিয়ারিং ও বৈদ্যুতিক সামগ্রী দোকানে গতকাল রাত আড়াইটে নাগাদ একদল দুষ্কৃতী দোকানের এডবেস্টার ভেঙে দোকানে ঢুকে নগদ 6000টাকা ও লক্ষাদিক টাকার মোবাইল ও বৈদ্যুতিক সামগ্রী লুঠ করে। এর আগেও চার থেকে পাঁচ বার এই একই দোকানে চুরির ঘটনা ঘটে যে কারণে দোকানে বসানো হয় সিসিটিভি ক্যামেরা।
বারবার চুরি হচ্ছে এবং চুরি যাওয়া জিনিসপত্র আইনি সমস্যায় আর ফেরত পাওয়া যাচ্ছে না যার কারনে বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় দোকানদারেরা। প্রত্যেকবার ই পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ আনছেন স্থানীয় অন্যান্য দোকানদারেরা। দোকানের সিসিটিভি ফুটেজ দেখে একজন দুষ্কৃতী কে চিহ্নিত করা যায় অজয় দাস ওরফে (ছোটু) তাকে বাড়িতে না পেয়ে তার বাবা মাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় গোটা ঘটনা তদন্ত করছে নিউ টাউন থানার পুলিশ।
আরও পড়ুন – খুশির ঈদ উৎসবে মেতে উঠলো ময়নাগুড়ি
উল্লেখ্য, নিউ টাউন বাগজোলা খালপাড়ের দোকানে ডাকাতি লক্ষাধিক টাকার জিনিস নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ঘটনাস্থলে নিউ টাউন থানার পুলিশ নিউ টাউন থানা অন্তর্গত প্রোমদগড় বাগজোলা খালপাড়ের মোবাইল রিপিয়ারিং ও বৈদ্যুতিক সামগ্রী দোকানে গতকাল রাত আড়াইটে নাগাদ একদল দুষ্কৃতী দোকানের এডবেস্টার ভেঙে দোকানে ঢুকে নগদ 6000টাকা ও লক্ষাদিক টাকার মোবাইল ও বৈদ্যুতিক সামগ্রী লুঠ করে। এর আগেও চার থেকে পাঁচ বার এই একই দোকানে চুরির ঘটনা ঘটে যে কারণে দোকানে বসানো হয় সিসিটিভি ক্যামেরা।
বারবার চুরি হচ্ছে এবং চুরি যাওয়া জিনিসপত্র আইনি সমস্যায় আর ফেরত পাওয়া যাচ্ছে না যার কারনে বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় দোকানদারেরা। প্রত্যেকবার ই পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ আনছেন স্থানীয় অন্যান্য দোকানদারেরা। দোকানের সিসিটিভি ফুটেজ দেখে একজন দুষ্কৃতী কে চিহ্নিত করা যায় অজয় দাস ওরফে (ছোটু) তাকে বাড়িতে না পেয়ে তার বাবা মাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় গোটা ঘটনা তদন্ত করছে নিউ টাউন থানার পুলিশ।