বাগডোগড়া রানওয়েতে ফাঁটল।সম্পূর্ণ রূপে বিমান ওঠানামা বন্ধ। চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। জানা গিয়েছে মঙ্গলবার সকালে দুটি বিমান অবতরণের পরই বিমানরের রানওয়েতে ফাঁটল লক্ষ্য হয় বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষের। রানওয়েতে ফাটলের জেরে ভয়ঙ্কর দূর্ঘটনার আশঙ্কা থাকায় বন্ধ করে দেওয়া হয় সমস্ত বিমান উড়ান ও অবতরন। সকাল ৯.৩০টা নাগাদ এই ঘটনাটি সামনে আসে। ঘন্টার পর ঘন্টা অনিশ্চিত ভাবে বিমানবন্দরে অপেক্ষায় রয়েছেন শয়ে শয়ে যাত্রী।
তবে রানওয়ে সারাইতে কতটা সময় লাগবে, কতক্ষণে বিমান পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হবে সে বিষয়ে যাত্রীদের কিছুই জানানো হচ্ছে না বিমান বন্দর কর্তৃপক্ষের তরফে। যার জেরেই চূড়ান্ত ভোগান্তির শিকার হচ্ছেন দূর দূরান্তের যাত্রী ও পর্যটকেরা। যাত্রী সায়ক মজুমদার সকাল ১০.৫০এ এয়ার এশিয়ার বিমানে কলকাতা যাওয়ার কথা ছিল তার। তবে দীর্ঘ কয়েক ঘণ্টা অপেক্ষার পর তাকে জানানো হয় বিমান বাতিল করা হয়েছে। গন্তব্যের পৌঁছানো সম্ভব না হওয়ায় ফিরে যান তিনি। অন্য এক ছাত্র নিতেশ কুমার ঝাঁ জানান ওই বিমানেই যাওয়ার কথা ছিল তার। বুধবার তার একটি জরুরী পরীক্ষা রয়েছে।
এই মুহুর্তে কি করবে কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি। অন্যদিকে যাত্রীদের সঙ্গে বিমান বন্দর কর্তৃপক্ষের সমন্বয়ের একরা বিরাট সমস্যা তৈরী হয়। দেবাশীষ দে জানান তার বন্ধুর দশটার ফ্লাইটে যাওয়ার কথা ছিল। প্রায় এক থেকে দু’ঘণ্টা ধরে রানওয়েতে বিমানেই বসে রয়েছে সে। জরুরি কাজে কলকাতা যাওয়ার কথা ছিল।বোর্ডিং হয়ে গিয়েছিল আচমকা রানওয়ের সমস্যার বিষয়ে জানানো হয়। এদিকে ঘটনার পর থেকেই জরুরীকালীন পরিস্থিতিতে দুপুর পর্যন্ত মুখে কুলুপ এঁটে ছিলেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে প্রায় রানওয়ের বেশ কিছু জায়গায় ফাটল দেখা দেওয়ায় তা মেরামতে তিন থেকে চার ঘন্টা সময় লাগবে। যাত্রীদের অভিযোগ সকাল থেকে বসে রয়েছেন তারা। সকালে একটি বিমান বাতিল হয়েছে। পরবর্তী বিমানের ক্ষেত্রে কি হবে কিছুই জানানো হয়নি। দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে অবতরণের জন্য একটি বিমান তিন ঘণ্টা চক্কর কাটার পর অবশেষে গৌহাটিতে বিমানটিকে অবতরন করা হয়েছে। সেখান থেকে যাত্রীদের বাগডোগরা বিমানবন্দরে ফিরিয়ে আনতে কতটা সময় প্রয়োজন লাগবে তা কিছুই জানা যাচ্ছে না। যাতে বাগডোগরা বিমানবন্দরে সামনে দাঁড়িয়ে উদগ্রীব হয়ে পড়ছেন যাত্রী পরিজনেরা।
যদিও পরবর্তীতে বাগডোগরা বিমানবন্দর এর ডিরেক্টর দুপুর১.৪৩নাগাদ জানান বিকেল পর্যন্ত সমস্তরকম বিমান উড়ান ও অবতরন বন্ধ থাকছে। বিকেল৪.৩০থেকে সম্ভবত পুনরায় বিমান ওঠানামা স্বাভাবিক হবে।এদিকে বিমানবন্দরের যাত্রীদের ভিড়ে তিল ধারনের উপক্রম নেই। পানীয় জল খাবার পরিমিত থাকায় ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের। বেশ কিছুদিন পূর্বেই বিজ্ঞপ্তি জারি করে বাগডোগড়া বিমান বন্দরের তরফে জানানো হয়েছিল রানওয়ে মেরামতের জন্য এপ্রিল মাস থেকে টানা ১৫দিন বন্ধ থাকবে বিমান বন্দর।