বাঘরোল দেখে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়লো বাগনানে । জাতীয় সড়কের পাশে আহত অবস্থায় পড়ে থাকা একটি বাঘরোলকে দেখে বাঘের আতঙ্ক ছড়াল বাগনানের কাপালিপাড়ায়। যদিও পরে পরিবেশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মানুষকে বিষয়টি বোঝালে আতঙ্ক দূর হয় বাসিন্দাদের।
জানা গেছে বৃহস্পতিবার সকালে বাগনানের কাপালি পাড়া এলাকায় ১৬ নং জাতীয় সড়কের পাশে বাঘের মতো একটি প্রাণীকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। চোখের নিমিষে এই খবর চারিদিকে চাউর হতেই কাপালি পাড়ার শয়ে শয়ে মানুষ প্রাণীটিকে দেখতে জাতীয় সড়কের পাশে ভিড় জমায়। অনেকে আবার লাঠি হাতে আহত বাঘরোলটিকে খোঁচাতে শুরু করে।
আহত প্রানীটি রাস্তার পাশে পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বাগনান ১ নং পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ চন্দ্রনাথ বসু। তিনি খবর দেন পরিবেশকর্মীকে। পরে এক পরিবেশকর্মী ঘটনাস্থলে পৌঁছে বাঘরোলটিকে আগলে সাধারণ মানুষকে বোঝাতে শুরু করেন। অযথা আতঙ্কিত হওয়ার কোন কারন নেই। এটা বাঘ নয় এটা আমাদের রাজ্যপ্রানী বাঘরোল।
পরিবেশকর্মী জানান বৃহস্পতিবার সকালে খবর পাই আহত অবস্থায় একটি বাঘরোল জাতীয় সড়কের পাশে পড়ে আছে। স্থানীয় লোকজন প্রানীটির আশপাশে ভীড় করেছে। বিপদ বুঝে আমি দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। মানুষকে বোঝাতে শুরু করি। তিনি জানান খুব সম্ভবত রাতে বা ভোরে রাস্তা পার হবার সময় গাড়ির ধাক্কায় আহত হয়েছে বাঘরোলটি। প্রানীটির কোমরে আঘাত লাগায় ওর উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিলনা। পরিবেশকর্মী জানান রাজ্যপ্রানী বাঘরোল নিয়ে মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা থাকা এই ঘটনা।
অন্যদিকে বাঘের আতঙ্কে এলাকায় ক্রমশ মানুষের ভিড় বাড়তে থাকায় ঘটনাস্থলে পৌঁছায় বাগনান থানার পুলিশ। পরে পুলিশ জনতাকে হটিয়ে দেয়। পরে বন দপ্তরে খবর দিলে বন দপ্তরের কর্মীরা বাঘরোলটিকে উদ্ধার করে নিয়ে যায়। বন দপ্তরের উলুবেড়িয়ার রেঞ্জ অফিসার রাজেশ মুখোপাধ্যায় জানান উদ্ধার হওয়া পূর্ণবয়স্ক বাঘরোলটিকে চিকিৎসার জন্য গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
আর ও পড়ুন কলকাতায় বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের উদ্বোধন
উল্লেখ্য, বাঘরোল দেখে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়লো বাগনানে । জাতীয় সড়কের পাশে আহত অবস্থায় পড়ে থাকা একটি বাঘরোলকে দেখে বাঘের আতঙ্ক ছড়াল বাগনানের কাপালিপাড়ায়। যদিও পরে পরিবেশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মানুষকে বিষয়টি বোঝালে আতঙ্ক দূর হয় বাসিন্দাদের।জানা গেছে বৃহস্পতিবার সকালে বাগনানের কাপালি পাড়া এলাকায় ১৬ নং জাতীয় সড়কের পাশে বাঘের মতো একটি প্রাণীকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা।
চোখের নিমিষে এই খবর চারিদিকে চাউর হতেই কাপালি পাড়ার শয়ে শয়ে মানুষ প্রাণীটিকে দেখতে জাতীয় সড়কের পাশে ভিড় জমায়। অনেকে আবার লাঠি হাতে আহত বাঘরোলটিকে খোঁচাতে শুরু করে। আহত প্রানীটি রাস্তার পাশে পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বাগনান ১ নং পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ চন্দ্রনাথ বসু। তিনি খবর দেন পরিবেশকর্মীকে। পরে এক পরিবেশকর্মী ঘটনাস্থলে পৌঁছে বাঘরোলটিকে আগলে সাধারণ মানুষকে বোঝাতে শুরু করেন। অযথা আতঙ্কিত হওয়ার কোন কারন নেই। এটা বাঘ নয় এটা আমাদের রাজ্যপ্রানী বাঘরোল।