বাগনানের হাটুড়িয়ায় নবী দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল রবিবার বাগনানের হাটুড়িয়ায় দক্ষিণ পাড়া উন্নয়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত হলো বিশ্বনবী দিবস উপলক্ষ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্নদান কর্মসূচি। স্থানীয় মসজিদের নতুন ভবনের উদ্বোধনও হলো এদিন। শনিবার হাটুড়িয়া ১নং পঞ্চায়েতের তরফে ডেঙ্গুসহ ভেক্টর বর্ণ ডিজিজ প্রতিরোধে এলাকায় পরিবেশ পরিছন্ন কর্মসূচি নেওয়া হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ পাড়া উন্নয়ন কমিটির প্রেসিডেন্ট সেখ মোয়ীনূল ইসলাম, কোষাধ্যক্ষ আশিক বেগ, সাহিত্যিক সেখ কামারুল ইসলাম, মসজিদের ইমাম রেজাউল খান, বিশিষ্ট মোটিভেশনাল স্পীকার মাওলানা আবু জাফর, বিশিষ্ট কবি সেখ মইদুল আলি, স্বেচ্ছাসেবী সংস্থা উস্ওয়া-র জেনারেল সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবী মুসারফ গাজী প্রমূখ। সকাল দশটায় অনুষ্ঠানের সূচনা করেন প্রেসিডেন্ট সেখ মোয়ীনূল ইসলাম। সারাদিনের নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার ছাত্র-ছাত্রীদের ভীড় ছিল চোখে পড়ার মতো। বিশ্বনবী হজরত মুহাম্মদ(সঃ) জীবন-আদর্শ আলোচনা ও প্রার্থনার মাধ্যমে রাতে এদিনের অনুষ্ঠান শেষ হয়।
আরও পড়ুন – উৎসবের মেজাজে ব্যারাকপুর শিল্পাঞ্চলে “ছট” বন্দনা
উল্লেখ্য, গতকাল রবিবার বাগনানের হাটুড়িয়ায় দক্ষিণ পাড়া উন্নয়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত হলো বিশ্বনবী দিবস উপলক্ষ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্নদান কর্মসূচি। স্থানীয় মসজিদের নতুন ভবনের উদ্বোধনও হলো এদিন। শনিবার হাটুড়িয়া ১নং পঞ্চায়েতের তরফে ডেঙ্গুসহ ভেক্টর বর্ণ ডিজিজ প্রতিরোধে এলাকায় পরিবেশ পরিছন্ন কর্মসূচি নেওয়া হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ পাড়া উন্নয়ন কমিটির প্রেসিডেন্ট সেখ মোয়ীনূল ইসলাম, কোষাধ্যক্ষ আশিক বেগ, সাহিত্যিক সেখ কামারুল ইসলাম, মসজিদের ইমাম রেজাউল খান, বিশিষ্ট মোটিভেশনাল স্পীকার মাওলানা আবু জাফর, বিশিষ্ট কবি সেখ মইদুল আলি, স্বেচ্ছাসেবী সংস্থা উস্ওয়া-র জেনারেল সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবী মুসারফ গাজী প্রমূখ। সকাল দশটায় অনুষ্ঠানের সূচনা করেন প্রেসিডেন্ট সেখ মোয়ীনূল ইসলাম। সারাদিনের নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার ছাত্র-ছাত্রীদের ভীড় ছিল চোখে পড়ার মতো। বিশ্বনবী হজরত মুহাম্মদ(সঃ) জীবন-আদর্শ আলোচনা ও প্রার্থনার মাধ্যমে রাতে এদিনের অনুষ্ঠান শেষ হয়।