বাগনানে ভাজপা সিপিএম আইএস এফের ২০০ পরিবার তৃণমূলে

বাগনানে ভাজপা সিপিএম আইএস এফের ২০০ পরিবার তৃণমূলে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বাগনানে ভাজপা সিপিএম আইএস এফের ২০০ পরিবার তৃণমূলে। গত সপ্তাহে বাগনানের শরৎ অঞ্চলে বিরোধী রাজনৈতিক দলের ৫০০ পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিল। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার বাগনানের হাটুরিয়া ১ ও ২ নং অঞ্চলের ভাজপা সিপিএম এবং আই এস এফের ৫০০ পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিল। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে রবিবার বাগনানের হাটুরিয়া ২ নং অঞ্চলে বাগনান কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের ডাকে এক প্রতিবাদ সভায় এইসব কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগ দেয়।

আরও পড়ুন – বালুরঘাটে ডাঙ্গাগ্রাম পঞ্চায়েতে অনাস্থা ভোট ঘিরে ধুন্ধুমার

এদিন দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাগনানের বিধায়ক অরুনাভ সেন। এদিন বিধায়ক বলেন তৃণমূলের দরজা খোলা হলেও যারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তৃণমূল কংগ্রেসের যোগ দিতে চাইছেন তাদের দলে নেওয়া হবে না। দলের প্রতি আনুগত্য এবং উন্নয়নের কাজে শরিক হওয়াদের একমাত্র দলে নেয়া হচ্ছে। এদিন বিধায়ক দলীয় কর্মীদের সতর্ক করে দেন সিপিএমের কালচার তৃণমূলে আমদানি করা যাবে না।

 

আমাদের কিছু লোকের মধ্যে সিপিএম কালচার ঢুকেছিল। আমরা সেই কালচার পরিষ্কার করে দিয়েছি। এদিন তিনি বলেন জনপ্রতিনিধি যদি কোন ভুল করে থাকে তাহলে তাকে প্রত্যাখ্যান করার অধিকার মানুষের আছে। জোর করে নির্বাচনে জিতলে মানুষের প্রতি দায়বদ্ধতা থাকে না। নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হলে মানুষের প্রতি দায়বদ্ধতা অনেক বেশি থাকে বলে দাবি করেন বিধায়ক অরুণাভ সেন। এদিনের এই প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগনান ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস, বাগনান ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সেন, বাগনান কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ পাল সহ অন্যান্যরা। বাগনানে ভাজপা

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top