রাতের অন্ধকারে পশুপাখি হাঁস-মুরগি খেয়ে , খাঁচা বন্দি বাগরোল উদ্ধার

রাতের অন্ধকারে পশুপাখি হাঁস-মুরগি খেয়ে , খাঁচা বন্দি বাগরোল উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
বাগরোল

রাতের অন্ধকারে পশুপাখি হাঁস-মুরগি খেয়ে , খাঁচা বন্দি বাগরোল উদ্ধার।উত্তর ২৪ পরগনা জেলার    বসিরহাট মহাকুমার হাড়োয়া থানার গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বীরেশ্বর গ্রামের ঘটনা। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন বেশ কয়েকদিন ধরে হাঁস-মুরগির সহ একাধিক গৃহপালিত পশু-পাখি রাতের অন্ধকারে নিয়ে চলে যাচ্ছে।

 

গ্রামবাসীরা বুঝতে পারছিলাম না কি করবে না অবশেষে তাদের তারপর সকালে উঠে দেখা যায় খাঁচার মধ্যে বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় একটি বাগরোল ঢুকে পরে। তাদের অনুমান এই বাগরোল টি দীর্ঘদিন তাদের গ্রামের পশুপাখি খেয়ে ফেলেছে, কিন্তু তাদের মারার কোন ইচ্ছা নেই তার জন্যই এই অভিনব পথ অবলম্বন করে একদিকে প্রাকৃতিক জীবজন্তু বাঁচালেন অন্যদিকে নিজেদের পশুপাখি গুলো সেভ করে নিলেন।

 

আর ও পড়ুন    টাকা তুলতে গিয়ে অপহরণ নবম শ্রেণীর ছাত্রী

 

তারা আরো বলেন এই ধরনের জীবজন্তু থাকা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে খুবই প্রয়োজন, তাই জন্য তারা কখনোই এ ধরনের জীবজন্তুকে মারতে চান না আর তার জন্যই খাঁচাবন্দি বাগরোল। বনদপ্তর এ খবর পেয়ে রামপুরা রেঞ্জের অন্তর্গত মিনাখা বনদপ্তর এর কর্মীরা এসে বাগরোল উদ্ধার করে নিয়ে যায় তাকে আগামী দুদিন পর্যবেক্ষণে রাখা হবে। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর জঙ্গলে থাকে আবার ফিরিয়ে দেওয়া হবে।

 

উল্লেখ্য, রাতের অন্ধকারে পশুপাখি হাঁস-মুরগি খেয়ে , খাঁচা বন্দি বাগরোল উদ্ধার।উত্তর ২৪ পরগনা জেলার    বসিরহাট মহাকুমার হাড়োয়া থানার গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বীরেশ্বর গ্রামের ঘটনা। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন বেশ কয়েকদিন ধরে হাঁস-মুরগির সহ একাধিক গৃহপালিত পশু-পাখি রাতের অন্ধকারে নিয়ে চলে যাচ্ছে।

 

গ্রামবাসীরা বুঝতে পারছিলাম না কি করবে না অবশেষে তাদের তারপর সকালে উঠে দেখা যায় খাঁচার মধ্যে বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় একটি বাগরোল ঢুকে পরে। তাদের অনুমান এই বাগরোল টি দীর্ঘদিন তাদের গ্রামের পশুপাখি খেয়ে ফেলেছে, কিন্তু তাদের মারার কোন ইচ্ছা নেই তার জন্যই এই অভিনব পথ অবলম্বন করে একদিকে প্রাকৃতিক জীবজন্তু বাঁচালেন অন্যদিকে নিজেদের পশুপাখি গুলো সেভ করে নিলেন।

RECOMMENDED FOR YOU.....