বছর পঁয়তাল্লিশের মাঝ বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থানার হিঞ্চেখালী গ্রামে। শনিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতের নাম তপন অধিকারী। পেশায় লরির চালক হলেও বেশ কিছুদিন ধরে কোন কাজ করতেন না তপন। শুক্রবার সন্ধ্যা থেকেই নিখোঁজ ছিলেন তপন বাবু। স্ত্রীর সাথে বিবাদ করে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। স্থানীয়দের আনুমান স্ত্রীর সাথে পারিবারিক বিবাদের জেরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন তপন অধিকারী। শনিবার সকালে ক্যানিং থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।