বাগান থেকে বাঁশ কাটা কে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের জেরে গুরুতর আহত ৩ মহিলা সহ ৫ । শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর ভগৎটোলা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার প্রথমে যামিনী দাস বাড়ির পাশের বাঁশবাগান থেকে বাড়ি করবার জন্য বাঁশ কাটতে যান তখনই বাঁশ কাটতে বাধা দেন উমাকান্ত দাস সহ তার পরিবারের লোকেরা। এতেই সাময়িকভাবে প্রথমে পরিস্থিতি থেমে জায়, কিছুক্ষন পর এদিন সন্ধ্যায় উমাকান্ত দাস দলবল নিয়ে জামাই দাসের বাড়িতে চড়াও হয় অভিযোগ। এরজেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে বেধে জায় , ঘটনায় আহত হন ৩ মহিলা সহ মোট ৫ জন । আহতদের প্রথমে মোথাবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে জাওয়া হলে ৩ জন মহিলাকে প্রাথমিক চিকিতসার পর ছেড়ে দেওয়া হয় এবং উমাকান্ত দাস ও ও যামিনী দাসকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে । উভয় পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।