চা বাগান খুললেও রাজনৈতিক চাপে বাগান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা মালিক কর্তৃপক্ষের

চা বাগান খুললেও রাজনৈতিক চাপে বাগান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা মালিক কর্তৃপক্ষের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
বাগান

চা বাগান খুললেও রাজনৈতিক চাপে বাগান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা মালিক কর্তৃপক্ষের।  পাহাড়ের অন্যতম শিল্প চা শিল্প। পাহাড়বাসীর একাংশ নির্ভরশীল এই শিল্পের ওপর। রাজ্যের মুখ্যমন্ত্রী ও তার প্রশাসন যখন শিল্পে বিনিয়োগে আগ্রহী শিল্পপতিদের সব রকম সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন, ঠিক সেই সময় রাজ্যের উত্তরবঙ্গের প্রধান শিল্প চা শিল্পের ওপর লগ্নির প্রতিবন্ধকতার বিষয়টিকে তুলে ধরলেন দার্জিলিংয়ের কাঞ্চন ভিউ টি এস্টেটের কর্ণধার অজিত আগরওয়াল।

 

মুখ্যমন্ত্রীর দার্জিলিং সফরের পর বিগত ৬ ই এপ্রিল কাঞ্চনভিউ টি এস্টেটের চা বাগান খুলে দেয় বাগান কর্তৃপক্ষ। কিন্তু বাগান খোলার পর বিভিন্ন অজুহাতে রাজনৈতিক চাপ সৃষ্টি হয়েছে বাগান কর্তৃপক্ষের উপর। দার্জিলিং এর নতুন রাজনৈতিক দল হামারো পার্টির অজয় এডওয়ার্ড ৯ দফা দাবি রেখেছেন এবং কর্তৃপক্ষের উপর দাবি পূরণের জন্য আমরণ অনশন শুরু করেছেন। অজয় এডওয়ার্ডের সাথে বাগানের বেশকিছু চা শ্রমিকরা দাবির পথে হাঁটলেও ইতিমধ্যেই ১০১ জন চা শ্রমিক বাগানে কাজ চালিয়ে যাওয়ার জন্য এগিয়ে এসে স্বাক্ষর করেছেন।

 

বাগান কর্তৃপক্ষের দাবি, অজয় এডওয়ার্ড ব্যক্তিগত স্বার্থে এই অসুবিধা তৈরি করছেন।কাঞ্চন ভিউ টি এস্টেটের কর্ণধার অজিত আগারওয়াল আরো জানান, বাগানের ৪০১ একরের মধ্যে ২৪ একর জমিতে টি পার্ক করার প্রস্তাবে আদালতের ছাড়পত্র মিলেছে। সেখানে ৩০০ থেকে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করতেও প্রস্তুত তারা। কিন্তু সেই জমিতেও নির্মাণ কাজে বাধা দিয়ে কাজ শুরু করতে দিচ্ছে না হামারো পার্টির অজয় এডওয়ার্ড। পাশাপাশি চা বাগানের ১০০ একর জমি পাহাড়বাসীর উন্নয়নের জন্য রাজ্য সরকারকে দান করতে প্রস্তুত, সেই কাজেও কোন অগ্রগতি হচ্ছে না বলে জানান বাগান মালিক।

 

আর ও পড়ুন     হাঁসখালি ধর্ষণ কাণ্ডের পর আবার ধর্ষণ করে খুন

 

রাজ্যে শিল্প বিনিয়োগে শিল্পপতিদের আগ্রহ তৈরি করতে রাজ্য সরকার যেখানে সর্বস্তরে চেষ্টা চালাচ্ছে, সেখানে পাহাড়ের একটি রাজনৈতিক দলের হস্তক্ষেপে বাধাপ্রাপ্ত হচ্ছে, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কাঞ্চন ভিউ টি এস্টেটের মালিক অজিত আগারওয়াল।

 

রাজ্য সরকারের পরিকল্পনায় শিল্পে আগ্রহী আনতে শিল্পপতিদের উৎসাহ যোগাতে হামারো পার্টির অজয় এডওয়ার্ডের এহেন পদক্ষেপ, পাহাড়ে রাজনৈতিক সমীকরণে নতুন কোন অধ্যায় তৈরি হচ্ছে কিনা তা নিয়ে চিন্তিত পাহাড়ের রাজনৈতিক মহল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top