দলছুট দাঁতালকে বাগে আনতে হিমশিম খাচ্ছে বন দফতর

দলছুট দাঁতালকে বাগে আনতে হিমশিম খাচ্ছে বন দফতর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
বাগে

দলছুট দাঁতালকে বাগে আনতে হিমশিম খাচ্ছে বন দফতর । জঙ্গল ছেড়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে দলছুট দাঁতালটি। ফলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে পুরুলিয়া বাঘমুন্ডি এলাকায়। বনদফতর সূত্রে জানা গিয়েছে,  বেশ কয়েক মাস আগে ঝাড়খন্ডের জঙ্গল থেকে হঠাৎ করে এই জেলার বাঘমুন্ডি বনাঞ্চলে ঢূকে পড়ে দলছুট দাতাল। কোন ভাবে তাকে আবার ঝাড়খন্ডের জঙ্গলে ফেরানো।

 

প্রায় সপ্তাহ দুয়েক ঝাড়খন্ডের জঙ্গলে গা ঢাকা দিয়েছিল দলছুট দাঁতালটি। আবার সেই দাঁতালটি হঠাৎ করে এই জেলার জঙ্গলে ঢূকে পড়ে। এরপরেই রাজ্যে সড়কের উপরেই ঘুরে বেড়াচ্ছে দাতালটি। আর সেইদাঁতালকে সামাল দিতে কালঘাম ছুটেছে বনদফতরের কর্মীদের। গত বৃহস্পতিবার রাত থেকেই এই দলছুট দাঁতালটি মাঠা ও বাঘমুন্ডি বনাঞ্চলে ঢূকে পড়ে। সেই থেকে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে দুই বনাঞ্চল l

 

বনদফতরের কর্মীরা জানাচ্ছে এই দলছুট হাতিটির জঙ্গলে না থেকে দিনের বেলায় শুধুই রাস্তার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে l  আর তাতেই চাপ বেড়ে গিয়েছে ওই বনাঞ্চল এলাকার বনদফতরের কর্মীরা l গত বৃহস্পতিবার রাতে ওই দলছুট দাঁতালটি ঝাড়খন্ড থেকে মাঠা বনাঞ্চলের ওই বিটের মুনিবেড়া হয়ে ঢুকে পড়েlসেখানে একদিন থাকার পরে বাঘমুন্ডি বনাঞ্চলের বুড়দা বিটের বুড়দা, নিশ্চিন্তপুর এলাকায় ঘোরাঘুরি করে শুরু করে দাতালটিlরবিবার সকালে কালিমাটি বিট এলাকায় ঢোকে পড়ে l

 

আর ও পড়ুন      বক্সার জঙ্গলে খোঁজ মিললো রয়েল বেঙ্গল টাইগারের

 

রাতেই হাতিটিকে হুলাপার্টির সাহায্য নিয়ে  ঝাড়খন্ডে পাঠানোর কাজ শুরু হলেও বুরুডির জঙ্গলে দলছুট দাঁতালটি হারিয়ে যায়lসোমবার সাত সকালেই বাঘমুন্ডি বনাঞ্চলের কালিমাটি বিটের দুয়ারসিনিতে থেকে বাঘমুন্ডি যাওয়ার পথে হাতিটিকে দেখতে পান স্থানীয়গ্রামবাসিরাl দুপুর পর্যন্ত ঝালদা-বাঘমুন্ডি রাস্তায় দুয়ারসিনি এলাকায় ঘুরতে থাকে ওই দাতালটি l

 

পরে নানা কৌশল লাগিয়ে কোনভাবে বাঘমুন্ডিরপিড়রগরিয়া জঙ্গলে পাঠাতে সফল হয়বনদফতের কর্মীরা। পুরুলিয়া বিভাগের ডিএফও দেবাশীষ শর্মা জানান, ওই বুনো হাতিটিকে যাতে ঝাড়খন্ডে পাঠানো যায় সেই চেষ্টা চলছেl এদিনও সন্ধ্যে নামার পর থেকে হুলা পার্টির সাহায্য নিয়ে দাতালটিকে ঝাড়খন্ডের জঙ্গলে পাঠাতে ড্রাইভ শুরু করেছে বনদফতর।

 

উল্লেখ্য, দলছুট দাঁতালকে বাগে আনতে হিমশিম খাচ্ছে বন দফতর । জঙ্গল ছেড়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে দলছুট দাঁতালটি। ফলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে পুরুলিয়া বাঘমুন্ডি এলাকায়। বনদফতর সূত্রে জানা গিয়েছে,  বেশ কয়েক মাস আগে ঝাড়খন্ডের জঙ্গল থেকে হঠাৎ করে এই জেলার বাঘমুন্ডি বনাঞ্চলে ঢূকে পড়ে দলছুট দাতাল। কোন ভাবে তাকে আবার ঝাড়খন্ডের জঙ্গলে ফেরানো। প্রায় সপ্তাহ দুয়েক ঝাড়খন্ডের জঙ্গলে গা ঢাকা দিয়েছিল দলছুট দাঁতালটি।

 

আবার সেই দাঁতালটি হঠাৎ করে এই জেলার জঙ্গলে ঢূকে পড়ে। এরপরেই রাজ্যে সড়কের উপরেই ঘুরে বেড়াচ্ছে দাতালটি। আর সেইদাঁতালকে সামাল দিতে কালঘাম ছুটেছে বনদফতরের কর্মীদের। গত বৃহস্পতিবার রাত থেকেই এই দলছুট দাঁতালটি মাঠা ও বাঘমুন্ডি বনাঞ্চলে ঢূকে পড়ে। সেই থেকে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে দুই বনাঞ্চল l

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top