ভাইরাল – বাংলাদেশের বাগেরহাটে এক যুবকের দুঃসাহসিক কাণ্ড সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক বিশাল জলাধারে নেমে বিপজ্জনক কুমিরের মুখে হাতে করে মাংস দিচ্ছেন ওই যুবক, এমনকি আঁজলা ভরে জল নিয়ে কুমিরের মাথায় ঢালছেন তিনি।
ভিডিওতে স্পষ্ট দেখা যায়, কুমিরের উপস্থিতিতে কোনও ভয় না পেয়ে প্রাণীর সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছেন যুবকটি। তাঁর দেওয়া মাংস আনন্দের সঙ্গে গিলে ফেলে ‘জলের রাজা’। এরপর তিনি কুমিরটিকে মাথায় জল ঢেলে স্নান করাতেও উদ্যোগী হন। এই ব্যতিক্রমী মুহূর্তটিই ক্যামেরাবন্দি হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে।
ভিডিওটি ‘মেহেদি.সিটিজি২২২২২২২’ নামে এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই ভিডিওটি হাজারো মানুষের নজর কেড়েছে, লাইক ও কমেন্টে ভরে উঠেছে পোস্ট। কেউ কেউ যুবকের সাহস দেখে বিস্মিত ও মুগ্ধ হলেও অনেকে প্রকাশ করেছেন গভীর উদ্বেগ ও ক্ষোভ।
এক নেটাগরিক মজা করে লিখেছেন, “আমি কুমির হলে যুবককে খেয়ে ফেলতাম, বেশি পাকামি!” আবার আরেকজন মন্তব্য করেছেন, “কুমির অত্যন্ত বিপজ্জনক প্রাণী, বেশি কায়দা করতে গিয়ে প্রাণ হারাতে পারতেন।” ভিডিওটি নিয়ে আলোচনার ঝড় এখনও থামেনি।
