বাঘিনীকে ফিরিয়ে দেওয়া হলো সুন্দরবনের জঙ্গলে

বাঘিনীকে ফিরিয়ে দেওয়া হলো সুন্দরবনের জঙ্গলে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
বাঘিনীকে

বাঘিনীকে ফিরিয়ে দেওয়া হলো সুন্দরবনের জঙ্গলে।  শুক্রবার বিকালে সুন্দরবনের চামটা জঙ্গল এলাকায় ছেড়ে দেওয়া হল খাঁচায় বন্দী হওয়া বাঘিনীকে।এদিন ঝড়খালি থেকে লঞ্চে করে চামটা জঙ্গল এলাকায় নিয়ে যাওয়া হয় বাঘিনীকে।এরপর লঞ্চে থাকা খাঁচার গেট খুলে দেয় বনকর্মীরা।গেট খুলে দেওয়ার পর বাঘিনীকে খাঁচা থেকে লাফিয়ে পড়ে নদীতে।তারপর দ্রুতগতিতে ঢুকে যায় জঙ্গলে।

 

আর খাঁচা থেকে মুক্ত হয়ে পরম তৃপ্তির আনন্দে ঢুকে পড়ে তার ম্যানগ্রোভ ডেরায়।গত ১০ ফেব্রুয়ারি ভোরের আলো ফুটতে না ফুটতে সুন্দরবনের কুলতলি ব্লকের পেটকুলচাঁদ এলাকায় বনকর্মীদের ছাগলের টোপ দিয়ে পাতা খাঁচায় বন্দী হয় প্রায় বছর পাঁচেক বয়সের বাঘিনী।

 

স্থানীয় ও বন দফতর সূত্রে জানা গিয়েছে গত ৯ ফ্রেবুয়ারি ভোরে নদীতে মিন ধরতে গিতে চরের কাছে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছিলেন পেটকুলচাঁদ এলাকার কয়েকজন মহিলা। এরপরই গ্রামে ফিরে তাঁরা বন দফতরে খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনকর্মীরা।এরপর বনকর্মীরা জাল দিয়ে জঙ্গল ঘিরে ফেলে।শুরু হয় বাঘকে তাড়ানোর চেষ্টা। কিন্তু কোন ভাবেই লোকালয় লাগোয়া জঙ্গল ছেড়ে বের হচ্ছিল না সে। এরপর বাঘটিজে খাঁচায় বন্দি করার সিদ্ধান্ত নেন বনকর্মীরা।

 

রাতেই ছাগলের কাঁচা মাংসের টোপ দিয়ে পাতা হয় খাঁচা। খাবারের লোভে খাঁচায় ঢুকে পড়ে সে।তারপর লঞ্চে করে বাঘিনীকে নিয়ে যাওয়া হয় বনি ক্যাম্পে।সেখান থেকে লঞ্চে করে জল পথে আনা হয় বাঘিনীকে ঝড়খালিতে।সেখানে ৩ জনের চিকিৎসা দল বাঘিনীর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে।এরপর চিকিৎসকরা বাঘটিকে সম্পূর্ণ ভাবে সুস্থ আছে বলে জানায়।

 

আর ও পড়ুন       রাত পোহালেই শিলিগুড়িতে ৫০২টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট

 

তারপর শুক্রবার ঝড়খালি থেকে বাঘিনীকে নিয়ে যাওয়া হয় লঞ্চে করে চামটা জঙ্গলে।সেখানে ছেড়ে দেওয়া হয় বাঘিনীকে।বন দফতর জানান কুলতলি তে বনকর্মীদের পাতা খাঁচায় বন্দী হওয়া বাঘিনীকে সুন্দরবনের জঙ্গলে ছেড়ে দেওয়া হল।চিকিৎসকরা বাঘিনীকে পরীক্ষা নিরীক্ষা করে।বাঘিনী সম্পূর্ণ ভাবে সুস্থ ছিল।

 

উল্লেখ্য, বাঘিনীকে ফিরিয়ে দেওয়া হলো সুন্দরবনের জঙ্গলে।  শুক্রবার বিকালে সুন্দরবনের চামটা জঙ্গল এলাকায় ছেড়ে দেওয়া হল খাঁচায় বন্দী হওয়া বাঘিনীকে।এদিন ঝড়খালি থেকে লঞ্চে করে চামটা জঙ্গল এলাকায় নিয়ে যাওয়া হয় বাঘিনীকে।এরপর লঞ্চে থাকা খাঁচার গেট খুলে দেয় বনকর্মীরা।গেট খুলে দেওয়ার পর বাঘিনীকে খাঁচা থেকে লাফিয়ে পড়ে নদীতে।তারপর দ্রুতগতিতে ঢুকে যায় জঙ্গলে।আর খাঁচা থেকে মুক্ত হয়ে পরম তৃপ্তির আনন্দে ঢুকে পড়ে তার ম্যানগ্রোভ ডেরায়।গত ১০ ফেব্রুয়ারি ভোরের আলো ফুটতে না ফুটতে সুন্দরবনের কুলতলি ব্লকের পেটকুলচাঁদ এলাকায় বনকর্মীদের ছাগলের টোপ দিয়ে পাতা খাঁচায় বন্দী হয় প্রায় বছর পাঁচেক বয়সের বাঘিনী।

 

স্থানীয় ও বন দফতর সূত্রে জানা গিয়েছে গত ৯ ফ্রেবুয়ারি ভোরে নদীতে মিন ধরতে গিতে চরের কাছে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছিলেন পেটকুলচাঁদ এলাকার কয়েকজন মহিলা। এরপরই গ্রামে ফিরে তাঁরা বন দফতরে খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনকর্মীরা।এরপর বনকর্মীরা জাল দিয়ে জঙ্গল ঘিরে ফেলে।শুরু হয় বাঘকে তাড়ানোর চেষ্টা। কিন্তু কোন ভাবেই লোকালয় লাগোয়া জঙ্গল ছেড়ে বের হচ্ছিল না সে। এরপর বাঘটিজে খাঁচায় বন্দি করার সিদ্ধান্ত নেন বনকর্মীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top