বাঘের ভয়ে গাছে ঝুলে চার ঘণ্টা! ভাইরাল ইউটিউবারের রোমহর্ষক অভিজ্ঞতা

বাঘের ভয়ে গাছে ঝুলে চার ঘণ্টা! ভাইরাল ইউটিউবারের রোমহর্ষক অভিজ্ঞতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



ভাইরাল – ভিডিয়ো বানাতে গিয়ে প্রাণ হাতে তুলে নিয়েছিলেন মালয়েশিয়ার তরুণ ইউটিউবার ফাহাদ এমকে। সমাজমাধ্যমের পাতায় লোককথা ও অতিপ্রাকৃত বিষয়ে ভিডিও তৈরি করাই তাঁর নেশা। সেই সূত্রেই একদিন তিনি একা জঙ্গলে ঘুরতে যান নতুন কনটেন্ট শুট করার জন্য। কিন্তু সেখানে ঘটল এক চমকপ্রদ ও ভয়ানক ঘটনা।

ফাহাদের দাবি, হঠাৎ দূর থেকে দেখতে পান এক বিশাল বাঘ তাঁকে লক্ষ্য করে দাঁড়িয়ে আছে। আতঙ্কে প্রাণ বাঁচাতে দৌড়ে গিয়ে দ্রুত একটি উঁচু গাছে উঠে পড়েন তিনি। উপায়ান্তর না দেখে গাছের মোটা ডাল আঁকড়ে ধরে টানা চার ঘণ্টা ঝুলে থাকেন ফাহাদ। তাঁর এক হাতে ছিল ক্যামেরা, যেটি দিয়েই পরে তিনি গোটা ঘটনার ভিডিয়ো রেকর্ড করেন।

‘দ্যস্মার্টলোকালমাই’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট হওয়া সেই ভিডিওতে দেখা যায়, ফাহাদ গাছের ডাল ধরে ঝুলে রয়েছেন এবং ঝোপের মধ্যে নাকি বাঘটি ঘাপটি মেরে বসে আছে। তরুণের বক্তব্য, বাঘটিও সহজে হাল ছাড়তে চাইছিল না, বারবার নড়াচড়া করছিল সেই গাছের কাছাকাছি। অবশেষে অনেকক্ষণ অপেক্ষার পর যখন বাঘটি সেখান থেকে চলে যায়, তখনই গাছ থেকে নিচে নামেন তিনি।

ভিডিয়োটি ভাইরাল হতেই নেটাগরিকদের মধ্যে শুরু হয় তীব্র আলোচনা। অনেকে ফাহাদের সাহসিকতার প্রশংসা করলেও, অনেকে আবার সন্দেহ প্রকাশ করেছেন এই ঘটনার সত্যতা নিয়ে। তাঁদের দাবি, প্রচারের জন্যই হয়তো এমন গল্প সাজিয়ে ভিডিও করেছেন ইউটিউবার। তবে সত্য-মিথ্যা যাই হোক, বাঘের ভয়ে গাছে ঝুলে থাকা এই রোমহর্ষক ভিডিও এখন সমাজমাধ্যমে চর্চার কেন্দ্রবিন্দুতে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top