নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ৭ জন পদ্ম বিভূষণ, ১৬ জন পদ্মভূষণ ও ১১৮ জন পদ্মশ্রী সম্মান পেতে চলেছেন এমন একটি তালিকা প্রকাশ করলো। যাদের মধ্যে খুবই উল্লেখযোগ্য তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব হলেন প্রয়াত প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজ, প্রয়াত কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং প্রয়াত বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। আর উনাদের মধ্যে রয়েছেন দুজন বাঙালি, একজন হলেন পণ্ডিত অজয় চক্রবর্তী আর দ্বিতীয়জন হলেন বীরভূমের ডাঃ সুশোভন ব্যানার্জি। ডাঃ সুশোভন ব্যানার্জি মেডিসিন বিভাগে এবছর পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন।
ডাঃ সুশোভন ব্যানার্জি, যিনি হলেন বীরভূমের একজন খ্যাতনামা চিকিৎসক। যাঁর আরও একটি পরিচয় রয়েছে ‘১ টাকার ডাক্তার’ হিসাবে। ডাঃ সুশোভন ব্যানার্জি যে কোন রোগীকে দেখার জন্য ভিজিট ফি নেন মাত্র ১ টাকা।
হ্যাঁ, তিনি শুধু ডাক্তার নন, তিনি দুঃস্থ, দরিদ্র, গরিবদের কাছে ভগবান। কারণ তাঁকে দেখাতে বা তাঁর কাছে চিকিৎসা করাতে মোটা টাকা গুনতে হয় না, লাগে মাত্র ১ টাকা। মাত্র ১ টাকাতেই বর্তমান সময়ে চিকিৎসা করেন তিনি। শুনতে অবাক লাগলেও বীরভূমের বোলপুরের হরগৌরী তলায় দীর্ঘদিন ধরে এভাবেই চিকিৎসা করে আসছেন ডাঃ সুশোভন ব্যানার্জী (এমবিবিএস), (এমএফপিএ), (ডিসিপি)। শুধু তাই না তিনি একজন গোল্ড মেডেলিস্টও। আর এই স্বল্প মূল্যে চিকিৎসার জন্য দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন তাঁর কাছে। সাধারণ মানুষের কাছে তিনি শুধু ডাক্তার নন, ভগবান রূপে পরিগণিত।
ডাক্তার নিয়ে যখন তুলকালাম গোটা রাজ্য থেকে দেশ, ঠিক সে সময়ে এমন একজন ডাক্তারের খোঁজ, যেন সাক্ষাৎ ভগবানের, যিনি বছরের পর বছর ধরে এভাবেই দিয়ে আসছেন চিকিৎসা পরিষেবা।