শুধু বলিউড নয়, গোটা দেশেই সম্ভবত তিনি ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’৷ বয়স তো হল, আর কবে বিয়ে করবেন সলমন খান? বলিউডে এই প্রশ্ন অনেকদিন ধরেই হচ্ছে। যদিও বিয়ে নিয়ে তিনি অতটা ভাবিত নন। যতই গুঞ্জন থাকুক না কেন এখনও যে তিনি ৩৫-এর ‘যুবক’, এমনটা মনে করেন তাঁর ভক্তরাও। ২০১৭ থেকে ইতালীয় মডেল–অভিনেত্রী লুলিয়া ভান্তুরের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে৷ পরবর্তীতে ফের একবার ক্যাটরিনার সঙ্গেও নাম জড়িয়েছে ভাইজানের। কিন্তু বিয়ের পিঁড়িতে বসার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না সলমনের মধ্যে৷ বিয়ে না করলে কী হবে? বাবা হওয়ার সখ তাঁর রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেকথা স্বীকারও করে নিয়েছেন। কিন্তু এই কথা জানাতে গিয়েই বির্তকিত একটি মন্তব্যও করেছেন বলিউডের ভাইজান। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি বাচ্চাদের খুবই ভালবাসি৷ কিন্তু তাঁদের সঙ্গে একজন মা আসবে। আমি মাকে চাই না৷ যদিও বাচ্চার আবার মাকে প্রয়োজন হবে৷ তবে ওই বাচ্চাদের দেখভালের জন্য আমার সঙ্গে অনেক লোক আছে।’
বাচ্চাদের ভালবাসি, কিন্তু তাদের সঙ্গে মায়ের প্রয়োজন নেই: সলমন
বাচ্চাদের ভালবাসি, কিন্তু তাদের সঙ্গে মায়ের প্রয়োজন নেই: সলমন
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram