নিউজ ডেস্কঃ নোটবন্দির পর থেকে একের পর এক নতুন নোট এসেছে বাজারে। ২০০০, ৫০০, ২০০, ১০০, ১০ টাকার নতুন নোট ব্যবহার করছেন দেশবাসী। এবার এসে গেলো নতুন ২০ টাকার নোটও। তবে এই নতুন নোটে স্বাক্ষর রয়েছে গভর্নর শক্তিনাথ দাসের। নোটে পেছনে আছে প্রাচীন ইলোরা গুহার ছবি। সূত্রের খবর অনুযায়ী, নতুন কুড়ি টাকার নোটগুলি ইতিমধ্যেই কানপুর রিজার্ভ ব্যাঙ্ক মারফৎ পৌঁছেছে অন্যান্য ব্যাঙ্ক গুলিতে। এছাড়া রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, এই নতুন কুড়ি টাকার নতুন নোট চালু হয়ে গেলেও পুরনো কুড়ি টাকার নোট গুলি বৈধ থাকবে।
কুড়ি টাকার নতুন নোটের প্রথম ভাগে মহাত্মা গান্ধীর ছবি আছে। ধারে নোটের মূল্য ইংরেজি ও হিন্দিতে লেখা, এছাড়া আর বি আই ভারত ও কুড়ি মাইক্রো লেটার্সে লেখা রয়েছে। নোটের উপর গ্যারান্টি, গভর্নরের স্বাক্ষর, আর বি আই এর প্রতীকও রয়েছে। মহাত্মা গান্ধীর ছবি আছে ডানদিকে। এছাড়াও নোটে রয়েছে অশোকচক্র। নোটের নম্বর বাঁ দিক থেকে ডান দিকে ছোট থেকে বড় আকারে লেখা। নোটের পেছনে বাঁদিকে বছর এবং স্বচ্ছ ভারতের লোগো আছে। ২০ টাকার এই নতুন নোটটি আয়তনে ৬৩ মিলিমিটার চওড়া এবং ১২৯ মিলিমিটার লম্বা।