বাজি ও ডিজে বক্স বিরোধী মঞ্চের উদ্যোগে বৃহস্পতিবার বিজয় নারায়ণ মহাবিদ্যালয় ইটাচুনা, হুগলী – সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে বক্তব্য রাখেন সবুজ মঞ্চের সাধারণ সম্পাদক নব দত্ত এবং বাজি ও ডিজে বক্স বিরোধী মঞ্চের সাধারণ সম্পাদক গৌতম সরকার। দুজন বক্তাই বাজি ও ডিজের মারাত্মক ক্ষতির দিকগুলো তুলে ধরেন। বাজি ও ডিজে কিভাবে পরিবেশকে দূষিত করছে তাও বুঝিয়ে বলেন। আইনের বিধি নিষেধ নিয়েও অবহিত করা হয়।
ছাত্র ও শিক্ষকরাও তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। কেউ অভিযোগ করেন রাস্তার গাড়িতে চলমান ডিজের দাপটে অস্থির হতে হয়। কেউ পিকনিকে বা বিয়ে উপলক্ষে বাজা ডিজে বা বাজি নিয়ে অভিযোগ করেন। পান্ডুয়ার এক ছাত্রী জানান তাঁর বাবার হার্টের অসুখ, কিন্তু পাড়ায় প্রায়ই নানা উপলক্ষে ডিজে বাজে, যাতে অসুস্থ হয়ে পড়েন।নানা সময়ে প্রশাসনিক নিস্ক্রিয়তা নিয়েও অনেকে অভিযোগ করেন। জেলা জুড়ে বাজি ও ডিজে বক্স বিরোধী মঞ্চের উদ্যোগ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। ফোন নম্বরও চেয়ে নেন অনেকেই। সকলেই বাজি ডিজে বক্সে বিরুদ্ধে দাঁড়ানোর অঙ্গীকার করেন।
আরও পড়ুন – বজবজে শ্বশুরবাড়ির সামনে নিজের মাথায় গুলি করে আত্মহত্যার চেষ্টা জামাইয়ের
উল্লেখ্য, বাজি ও ডিজে বক্স বিরোধী মঞ্চের উদ্যোগে বৃহস্পতিবার বিজয় নারায়ণ মহাবিদ্যালয় ইটাচুনা, হুগলী – সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে বক্তব্য রাখেন সবুজ মঞ্চের সাধারণ সম্পাদক নব দত্ত এবং বাজি ও ডিজে বক্স বিরোধী মঞ্চের সাধারণ সম্পাদক গৌতম সরকার। দুজন বক্তাই বাজি ও ডিজের মারাত্মক ক্ষতির দিকগুলো তুলে ধরেন। বাজি ও ডিজে কিভাবে পরিবেশকে দূষিত করছে তাও বুঝিয়ে বলেন। আইনের বিধি নিষেধ নিয়েও অবহিত করা হয়।
ছাত্র ও শিক্ষকরাও তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। কেউ অভিযোগ করেন রাস্তার গাড়িতে চলমান ডিজের দাপটে অস্থির হতে হয়। কেউ পিকনিকে বা বিয়ে উপলক্ষে বাজা ডিজে বা বাজি নিয়ে অভিযোগ করেন। পান্ডুয়ার এক ছাত্রী জানান তাঁর বাবার হার্টের অসুখ, কিন্তু পাড়ায় প্রায়ই নানা উপলক্ষে ডিজে বাজে, যাতে অসুস্থ হয়ে পড়েন।নানা সময়ে প্রশাসনিক নিস্ক্রিয়তা নিয়েও অনেকে অভিযোগ করেন। জেলা জুড়ে বাজি ও ডিজে বক্স বিরোধী মঞ্চের উদ্যোগ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। ফোন নম্বরও চেয়ে নেন অনেকেই। সকলেই বাজি ডিজে বক্সে বিরুদ্ধে দাঁড়ানোর অঙ্গীকার করেন।