ট্রাফিক নিয়ম শেখাতে বাটুলকে হাতিয়ার করলো হাওড়া সিটি পুলিশ। বাটুল কে দিয়ে করোনা মুক্ত করতে কমিকস তৈরি করতে চেয়েছিলেন নারায়ন দেবনাথ।তার সে স্বপ্ন পূরণ হয়নি।তবে ট্রাফিক নিয়ম শেখাতে বাটুলকে হাতিয়ার করলো হাওড়া সিটি পুলিশ।
সেভ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচিতে অভিনব উদ্যোগ হাওড়া স্টেশন ট্রাফিক গার্ডের।হাওড়া স্টেশন সংলগ্ন ঋষি বঙ্কিম চন্দ্র সরনী দিয়ে গেলে দেওয়ালে চোখে পড়বে ট্রাফিক নিয়ম শেখাতে অন্য ধরনের ছবি।হাতে হেলমেট নিয়ে হাজির নারায়ন দেবনাথের স্রষ্টা বাটুল দি গ্রেট।
সঙ্গে হাদা ভোঁদা।হেলমেটহীন বাইকারোহিদের দাঁড় করিয়ে ধমক বাটুলের হেলমেট পরবি নাকি হাজার টাকা জরিমানা দিবি।দেওয়ালে ফুটিয়ে তোলা কমিকসে দেখা যাচ্ছে হেলমেট না পড়লে দুর্ঘটনা যে ঘটতে পারে সে উপদেশ দিচ্ছে বাটুল।
হাওড়া স্টেশন ট্রাফিক গার্ডের ইন্সপেক্টর সুকান্ত কর্মকার জানান নারায়ন দেবনাথ বাঙালির মননে রয়েছে।তার সৃষ্টি কোনোদিন ভোলা যাবেনা।তাই তাকে শ্রদ্ধা জানানোর জন্যই মূলত এই উদ্যোগ।দেওয়ালের কমিকসে নারায়ন দেবনাথের ছবি রাখা হয়েছে।আর ট্রাফিক আইন শেখাতে বাটুলকে এই ভূমিকায় দেখে খুশি পথচলতি মানুষরাও।
আর ও পড়ুন চলন্ত বাসে তথ্যপ্রযুক্তি কেন্দ্রের এক তরুণী কর্মীর শ্লীলতাহানি
উল্লেখ্য, ট্রাফিক নিয়ম শেখাতে বাটুলকে হাতিয়ার করলো হাওড়া সিটি পুলিশ। বাটুল কে দিয়ে করোনা মুক্ত করতে কমিকস তৈরি করতে চেয়েছিলেন নারায়ন দেবনাথ।তার সে স্বপ্ন পূরণ হয়নি।তবে ট্রাফিক নিয়ম শেখাতে বাটুলকে হাতিয়ার করলো হাওড়া সিটি পুলিশ।
সেভ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচিতে অভিনব উদ্যোগ হাওড়া স্টেশন ট্রাফিক গার্ডের।হাওড়া স্টেশন সংলগ্ন ঋষি বঙ্কিম চন্দ্র সরনী দিয়ে গেলে দেওয়ালে চোখে পড়বে ট্রাফিক নিয়ম শেখাতে অন্য ধরনের ছবি।হাতে হেলমেট নিয়ে হাজির নারায়ন দেবনাথের স্রষ্টা বাটুল দি গ্রেট।
সঙ্গে হাদা ভোঁদা।হেলমেটহীন বাইকারোহিদের দাঁড় করিয়ে ধমক বাটুলের হেলমেট পরবি নাকি হাজার টাকা জরিমানা দিবি।দেওয়ালে ফুটিয়ে তোলা কমিকসে দেখা যাচ্ছে হেলমেট না পড়লে দুর্ঘটনা যে ঘটতে পারে সে উপদেশ দিচ্ছে বাটুল।
হাওড়া স্টেশন ট্রাফিক গার্ডের ইন্সপেক্টর সুকান্ত কর্মকার জানান নারায়ন দেবনাথ বাঙালির মননে রয়েছে।তার সৃষ্টি কোনোদিন ভোলা যাবেনা।তাই তাকে শ্রদ্ধা জানানোর জন্যই মূলত এই উদ্যোগ।দেওয়ালের কমিকসে নারায়ন দেবনাথের ছবি রাখা হয়েছে।আর ট্রাফিক আইন শেখাতে বাটুলকে এই ভূমিকায় দেখে খুশি পথচলতি মানুষরাও।