বাড়ছে বেআইনি দখল সৃষ্টি হচ্ছে জ্যাম। চাকুলিয়ার সার্বিক উন্নয়নের সাথে সাথে রাস্তার ধারে অবৈধভাবে দোকানপাশার, সবজির দোকান, মাছের বাজার বসার ফলে রাস্তায় সংকীর্ণতা দেখা দিচ্ছে। যার ফলে অল্পতেই দীর্ঘ জ্যামের সৃষ্টি হচ্ছে। সোমবারের দৃশ্যটাও ঠিক এমনই ছিল, রাস্তার দু ধারে সবজির বাজার,ফলের দোকান, মাছের দোকান ইত্যাদি দোকান অবৈধভাবে বসার ফলে থানা মোড় এলাকায় অল্পতেই বিশালাকার জ্যামের সৃষ্টি হয়েছিল এবং এমনটা প্রায়ই হয়ে থাকে।
সোমবারের ওই জ্যামে দীর্ঘক্ষণ রোগী সমেত অ্যাম্বুলেন্সকে দাঁড়িয়ে থাকতে হয়।এছাড়াও দিনের পর দিন এলাকায় যেভাবে টোটোর সংখ্যা বেড়ে চলেছে, আর এই সংখ্যা বাড়ার সাথে সাথে বাড়ছে যানজটের আশঙ্কা। হাসপাতাল মোড়ের মতো ব্যাস্ত এলাকায় রাস্তার ভুল দিক দিয়ে যান চলাচল হওয়ার ফলেও এই যানজটের সৃষ্টি হচ্ছে। অপরদিকে চাকুলিয়া থানার সামনে যানজট হওয়া সত্বেও ঘন্টার পর ঘন্টা এই যানজট লেগে থাকলেও দু-তিন জন সিভিক ভলেন্টিয়ার ছাড়া কাউকে দেখা যায় না।
আরও পড়ুন – ব্রিটিশরা যখন পয়সা গুনছে, তখন ইউক্রেনীয়রা লাশ গুনছে, ইউক্রেনের ফার্স্ট লেডি
উল্লেখ্য, চাকুলিয়ার সার্বিক উন্নয়নের সাথে সাথে রাস্তার ধারে অবৈধভাবে দোকানপাশার, সবজির দোকান, মাছের বাজার বসার ফলে রাস্তায় সংকীর্ণতা দেখা দিচ্ছে। যার ফলে অল্পতেই দীর্ঘ জ্যামের সৃষ্টি হচ্ছে। সোমবারের দৃশ্যটাও ঠিক এমনই ছিল, রাস্তার দু ধারে সবজির বাজার,ফলের দোকান, মাছের দোকান ইত্যাদি দোকান অবৈধভাবে বসার ফলে থানা মোড় এলাকায় অল্পতেই বিশালাকার জ্যামের সৃষ্টি হয়েছিল এবং এমনটা প্রায়ই হয়ে থাকে।
সোমবারের ওই জ্যামে দীর্ঘক্ষণ রোগী সমেত অ্যাম্বুলেন্সকে দাঁড়িয়ে থাকতে হয়।এছাড়াও দিনের পর দিন এলাকায় যেভাবে টোটোর সংখ্যা বেড়ে চলেছে, আর এই সংখ্যা বাড়ার সাথে সাথে বাড়ছে যানজটের আশঙ্কা। হাসপাতাল মোড়ের মতো ব্যাস্ত এলাকায় রাস্তার ভুল দিক দিয়ে যান চলাচল হওয়ার ফলেও এই যানজটের সৃষ্টি হচ্ছে। অপরদিকে চাকুলিয়া থানার সামনে যানজট হওয়া সত্বেও ঘন্টার পর ঘন্টা এই যানজট লেগে থাকলেও দু-তিন জন সিভিক ভলেন্টিয়ার ছাড়া কাউকে দেখা যায় না।