বাড়িতে বিদ্যুত পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় 12 বছরের নাবালকের। দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ থানার অন্তর্গত বিসালক্ষীপুর এলাকায় নিজের বাড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় 12 বছরের নাবালকের. মৃত নাবালকের নাম শাহিন শেখ বয়স 12. সে প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায় আজ সকাল 11 টা নাগাদ বাড়ির বৈদ্যুতিক তারে হাত দেয় শাহীন সেই সময় লোডশেডিং ছিল. হঠাৎই কারেন্ট চলে আশায় বিদ্যুৎপৃষ্ট হয় শাহীন.
প্রতিবেশীরা জানিয়েছেন ওই সময় শাহিনের বাড়িতে বড়রা কেউ ছিলেন না. সেই সময় ছোট্ট শাহীনকে বিদ্যুৎপৃষ্ট হতে দেখে চিৎকার করতে থাকে শাহিনের ছোট বোন. বোনের চিৎকার শুনে ছুটে আসে প্রতিবেশীরা. পরে গুরুতর আহত অবস্থায় শাহীনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ছোট্ট শাহিনের. শাহিন বাড়ির একমাত্র পুত্র সন্তান. ছোট্ট শাহীনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার. শাহিনের এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়.
আরও পড়ুন – দীর্ঘ গ্রীষ্মের ছুটির পর খুলছে স্কুল, জারি একাধিক স্বাস্থ্যবিধি
উল্লেখ্য, দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ থানার অন্তর্গত বিসালক্ষীপুর এলাকায় নিজের বাড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় 12 বছরের নাবালকের. মৃত নাবালকের নাম শাহিন শেখ বয়স 12. সে প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায় আজ সকাল 11 টা নাগাদ বাড়ির বৈদ্যুতিক তারে হাত দেয় শাহীন সেই সময় লোডশেডিং ছিল. হঠাৎই কারেন্ট চলে আশায় বিদ্যুৎপৃষ্ট হয় শাহীন.
প্রতিবেশীরা জানিয়েছেন ওই সময় শাহিনের বাড়িতে বড়রা কেউ ছিলেন না. সেই সময় ছোট্ট শাহীনকে বিদ্যুৎপৃষ্ট হতে দেখে চিৎকার করতে থাকে শাহিনের ছোট বোন. বোনের চিৎকার শুনে ছুটে আসে প্রতিবেশীরা. পরে গুরুতর আহত অবস্থায় শাহীনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ছোট্ট শাহিনের. শাহিন বাড়ির একমাত্র পুত্র সন্তান. ছোট্ট শাহীনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার. শাহিনের এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়. বিদ্যুত পৃষ্ঠ