দক্ষিণ ২৪ পরগনা: বোমা বাঁধার সময় ভয়াবহ বিস্ফোরণ। গুরুতর জখম এক মহিলা সহ তিন জন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানার হানারবাটি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে কালাম শেখের বাড়ির রান্নাঘরে আচমকাই প্রবল শব্দে বিস্ফোরণ হয়। তাতে গুরুতর জখম হন কালাম শেখ, তাঁর স্ত্রী মানসুরা শেখ এবং আরও একজন।
প্রাথমিক তদন্তে অনুমান, গোপনে বোমা বাঁধার সময়েই এই বিস্ফোরণ ঘটে। যদিও কী কারণে বিস্ফোরণ, তা খতিয়ে দেখছে পুলিশ। বিস্ফোরণের পর থেকেই কালাম শেখ পলাতক বলে জানা গিয়েছে।
বিস্ফোরণে সবচেয়ে বেশি আহত হন মানসুরা শেখ। তাঁকে প্রথমে নিমপীঠ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ঘটনাস্থল ঘিরে ফেলেছে পুলিশ। স্থানীয়দের বক্তব্য, এলাকায় আগে কখনও এ ধরনের ঘটনা ঘটেনি। তবে বিস্ফোরণের ধরণ দেখে অনেকেই বলছেন, এটি সাধারণ দুর্ঘটনা নয়, নাশকতার প্রস্তুতিরই ইঙ্গিত মিলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে কিছু সন্দেহজনক সামগ্রী উদ্ধার হয়েছে। ফরেন্সিক দল ঘটনাস্থল পরীক্ষা করে দেখছে। পাশাপাশি কালাম শেখের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
