এবার হালিশহরে উপ পৌর প্রধানের বাড়ির সামনে বোমাবাজি দুষ্কৃতীদের, ঘটনাস্থলে বীজপুর থানার পুলিশ।হালিশহরের পৌর সভার উপ পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ এর বাড়ির সামনে বোমাবাজি ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হালিশহর পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ডের খাসবাটি এলাকায়। অভিযোগ আজ ভোর রাতে এক দল দুষ্কৃতী আসে এবং উপ পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ এর বাড়ির সামনে বোমা মারে।
কি কারণে এই বোমাবাজি তার তদন্ত করছে বীজপুর থানার পুলিশ এলাকায় আতঙ্ক। তবে এই গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শুভঙ্কর বাবু অভিযোগ করেন যে তিনি বারবার এলাকার দুষ্কৃতীদের তোলাবাজি করার বিরোধিতা করে এসেছেন।
আর ও পড়ুন অযোধ্যা পাহাড়ে দাউ দাউ করে জ্বলছে আগুন
আগামী দিনেও তিনি এটা আটকাবেন আর তাই না তাকে বাধা দিতে ভয় দেখানোর জন্য এই বোমাবাজি করছে দুষ্কৃতীরা। এদিনের এই ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলে যান কাঁচার পাড়ার পৌর প্রধান কমন অধিকারী।
উল্লেখ্য, এবার হালিশহরে উপ পৌর প্রধানের বাড়ির সামনে বোমাবাজি দুষ্কৃতীদের, ঘটনাস্থলে বীজপুর থানার পুলিশ।হালিশহরের পৌর সভার উপ পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ এর বাড়ির সামনে বোমাবাজি ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হালিশহর পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ডের খাসবাটি এলাকায়। অভিযোগ আজ ভোর রাতে এক দল দুষ্কৃতী আসে এবং উপ পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ এর বাড়ির সামনে বোমা মারে।
কি কারণে এই বোমাবাজি তার তদন্ত করছে বীজপুর থানার পুলিশ এলাকায় আতঙ্ক। তবে এই গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শুভঙ্কর বাবু অভিযোগ করেন যে তিনি বারবার এলাকার দুষ্কৃতীদের তোলাবাজি করার বিরোধিতা করে এসেছেন।আগামী দিনেও তিনি এটা আটকাবেন আর তাই না তাকে বাধা দিতে ভয় দেখানোর জন্য এই বোমাবাজি করছে দুষ্কৃতীরা। এদিনের এই ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলে যান কাঁচার পাড়ার পৌর প্রধান কমন অধিকারী।