বাড়ির চৌবাচ্চা থেকে ছয়-সাত ফুট লম্বা দুটি সাপ উদ্ধার। বৃহস্পতিবার রাতে দুটো বিষধর সাপকে বাড়ির পেছনের চৌবাচ্চায় ডিম দিতে দেখে পরিবারের এক সদস্য। এরপরে ই ভয়-ভৃত হয়ে ডাকে বাড়ির অন্যান্য সদস্যদের। বাড়ির সদস্যরা চৌবাচ্চাটিকে মাছ ধরার জাল দিয়ে ঘিরে ফেলে। দেখা গেছে এই দুটি বিষধর সাপ লম্বায় প্রায় ছয় থেকে সাত ফুট। এই দুই সাপকে ডিম দিতে দেখে, অনেকেই তা দেখার জন্য ভিড় জমাতে শুরু করে। এই খবর প্রকাশ পেতেই রাত বাড়ার সাথে সাথে নামে মানুষের ঢল। খবর দেওয়া হয় বনদপ্তরকে।
এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার, কাঁথি ১ ব্লকের, সাবাজপুট গ্রাম পঞ্চায়েতের কুলাইপাদা গ্রামে। শুক্রবার সকালে বনদপ্তরের কর্মীরা ঘটনার ফলে এসে উদ্ধার করে এই দুই বিষধর সাপ সহ ১৮ টি সাপের ডিম। বন দফতরের কর্মীরা জানিয়েছেন, এই দুই সাপ সুস্থ করে ছেড়ে দেওয়া হবে জঙ্গলে। এই ঘটনায় এলাকায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে দুটো বিষধর সাপকে বাড়ির পেছনের চৌবাচ্চায় ডিম দিতে দেখে পরিবারের এক সদস্য। এরপরে ই ভয়-ভৃত হয়ে ডাকে বাড়ির অন্যান্য সদস্যদের। বাড়ির সদস্যরা চৌবাচ্চাটিকে মাছ ধরার জাল দিয়ে ঘিরে ফেলে। দেখা গেছে এই দুটি বিষধর সাপ লম্বায় প্রায় ছয় থেকে সাত ফুট। এই দুই সাপকে ডিম দিতে দেখে, অনেকেই তা দেখার জন্য ভিড় জমাতে শুরু করে। এই খবর প্রকাশ পেতেই রাত বাড়ার সাথে সাথে নামে মানুষের ঢল। খবর দেওয়া হয় বনদপ্তরকে।
এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার, কাঁথি ১ ব্লকের, সাবাজপুট গ্রাম পঞ্চায়েতের কুলাইপাদা গ্রামে। শুক্রবার সকালে বনদপ্তরের কর্মীরা ঘটনার ফলে এসে উদ্ধার করে এই দুই বিষধর সাপ সহ ১৮ টি সাপের ডিম। বন দফতরের কর্মীরা জানিয়েছেন, এই দুই সাপ সুস্থ করে ছেড়ে দেওয়া হবে জঙ্গলে। এই ঘটনায় এলাকায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে। বাড়ির চৌবাচ্চা