
নিজস্ব সংবাদদাতা,বনগাঁ,১১ ই জুন :বাড়ির ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক নাবালকের ,মৃত নাবালকের নাম শিব কর্মকার৷ মৃতের বাড়ি বনগাঁ থানার বনবিহারী কলোনি এলাকায়৷ স্থানীয় সূত্রে জানা গেছে, অত্যন্ত মেধাবী ছাত্র ছিল মৃত শিব, অতি দরিদ্র পরিবারের ছেলে শিব বাবা ভ্যানচালক মা পরের বাড়িতে পরিচারিকার কাজ করেন৷ প্রচণ্ড গরমে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে, আর্থিক অনটনের কারণে বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই সে কারণেই প্রতিবেশী এক ভদ্রলোক তার বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ দিয়েছিলেন এই গরমে ফ্যান চালানোর জন্য, যাতে গরমে ফ্যান চালিয়ে পড়াশোনা করতে পারে সে, আর তাতেই বিপত্তি ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয় শিব৷ স্থানীয়রা বিষয় টি দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে নিয়ে আসে বনগাঁ মহকুমা হাসপাতালে সেখানে আনার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে, ঘটনায় এলাকায় শোকের ছায়া* ৷




















