কোচবিহার: ফের শুটআউটের ঘটনায় উত্তাল কোচবিহারের সিতাই। দক্ষিণ বালাপুকুরি এলাকায় নিজের বাড়িতে রাতের খাবার খাওয়ার সময় গুলিবিদ্ধ হলেন এক যুবক। গুলিবিদ্ধ ওই যুবকের নাম রফিক মিঞা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে অন্যান্য দিনের মতো নিজের বাড়িতে খেতে বসেছিলেন রফিক। সেই সময় আচমকাই কয়েকজন দুষ্কৃতী বাড়ির ভিতর ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। বরাতজোরে গুলি তাঁর পায়ে লাগে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। ঘটনার পরই চম্পট দেয় আততায়ীরা।
তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রফিক। ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। কে বা কারা এই হামলার পিছনে রয়েছে, তা জানতে খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী দল।
