বাড়ি গিয়ে মানুষের নানা অভাব অভিযোগের কথা শুনলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। দিনহাটা দুই নম্বর ব্লকের সাহেবগঞ্জে জনসংযোগে বের হয়ে দিনভর বাড়ি বাড়ি গিয়ে মানুষের নানা সমস্যা অভাব অভিযোগের কথা শুনলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী । রবিবার সকাল দশটা নাগাদ মন্ত্রী উদয়ন গুহ কোথাও সীমান্ত এলাকার কাঁটাতার ঘেষা জমির আল দিয়ে বাড়ি বাড়ি গিয়ে আবার কোথাও রাস্তার ধারে থাকা বাড়িতে গিয়েও মানুষের নানা সমস্যার কথা শোনেন।
শনিবার ব্লকের কিশামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার পর রবিবার ফের মন্ত্রীর এই জনসংযোগ কে ঘিরে দলের কর্মীরাও যথেষ্ট উজ্জীবিত বলেই মনে করছেন রাজনৈতিক মহল। আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে মানুষের সমর্থন নিজেদের অনুকূলে নিতে দলের কর্মসূচি অনুযায়ী উদয়নের এই জনসংযোগ ইতিমধ্যেই যথেষ্ট সারা ফেলেছে। বিভিন্ন দিন বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের নানা সমস্যার কথা জানার চেষ্টা করছেন তিনি। দলের অঞ্চল নেতৃত্ব থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত সদস্যরা খোঁজখবর রাখেন কিনা সেসব গ্রামের বাসিন্দাদের কাছে জানার চেষ্টা করেন মন্ত্রী।
এদিন দিনহাটা দুই নম্বর ব্লকের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঘুরে সাধারণ মানুষের সমস্যার কথা শুনলেন মন্ত্রী। গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের বাড়ি ঘুরে ঘুরে স্থানীয় এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেইসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। এক মহিলা ভাতা না পাওয়ার বিষয়টি মন্ত্রীকে জানাতেই দ্রুত তিনি ওই মহিলাকে ভাতার ব্যবস্থা করার জন্য স্থানীয় অঞ্চল নেতৃত্বকে নির্দেশ দেন।
এবং ব্লক প্রশাসনের সাথে ও বিষয়টি নিয়ে অঞ্চল নেতৃত্ব কে কথা বলার কথা বলেন। এছাড়াও বাড়ির মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে কিনা সেইসব বিষয়ও খোঁজ নেন। এ দিন মন্ত্রী সাহেবগঞ্জের বিভিন্ন এলাকায় জনসংযোগে বের হলে তার সঙ্গে ছিলেন দলের ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি আব্দুল সাত্তার,অঞ্চল সভাপতি ধরণী কান্ত বর্মণ, অঞ্চল চেয়ারম্যান বুলু মিয়া, অতুল সরকার প্রমুখ ও নেতৃত্ব। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে এই কর্মসূচি বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন – মরক্কোকে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ক্রোয়েশিয়া
মন্ত্রী উদয়নের এই জনসংযোগ কে কটাক্ষ করলেন বিজেপি নেতৃত্ব। বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায়, জেলা কমিটির সদস্য জয়দীপ ঘোষ জানান, তৃণমূল নেতারা চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা উঠিয়েছে। ওই দলের মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক সহ নেতারা অনেকেই জেলে। বেকার যুবক-যুবতীদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। এখন জনসংযোগে গেলেও এতে কোন লাভ হবে না।
উদয়ন গুহ বলেন,”দলের এই কর্মসূচি সারা বছর ধরে চলে। শনিবার কিশামত দশ গ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন বুথে জনসংযোগের পর এদিন দিনহাটা দুই নম্বর ব্লকের সাহেবগঞ্জে এই কর্মসূচিতে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বললাম। তারা তাদের কিছু সমস্যার কথাও জানিয়েছেন। সেগুলি মেটানোর চেষ্টা করা হবে। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ কর্মসূচি চলবে।”