বাণিজ্যচুক্তি নিয়ে নরম সুরে ডোনাল্ড ট্রাম্প, মোদীর সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ

বাণিজ্যচুক্তি নিয়ে নরম সুরে ডোনাল্ড ট্রাম্প, মোদীর সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিদেশ – রাশিয়া থেকে ভারত তেল কেনা বন্ধ না করায় ক্ষুব্ধ হয়ে আমেরিকা ভারতীয় পণ্যের উপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করেছে। এর ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক চাপানউতোর বাড়তে থাকে। তবে এই পরিস্থিতিতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুর নরম করে জানিয়েছেন, বাণিজ্যচুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে আমেরিকা।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ’-এ ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে “খুব ভাল বন্ধু” বলে উল্লেখ করে জানান, শীঘ্রই মোদীর সঙ্গে কথা বলতে চান তিনি। ট্রাম্পের এই বার্তার পর সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদীও জানান, তিনি ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য সমানভাবে মুখিয়ে রয়েছেন। চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই বাণিজ্যচুক্তি নিয়ে দুই দেশের আলোচনা ত্বরান্বিত হয়। গত ফেব্রুয়ারির মাঝামাঝি মোদী ওয়াশিংটন সফরে গিয়ে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। সেই সময় ট্রাম্প মোদীর প্রশংসা করে তাঁকে “ভেরি টাফ নেগোশিয়েটর” বলে অভিহিত করেন।

তবে আলোচনার পাশাপাশি একাধিক মন্তব্যে ভারত-আমেরিকার মধ্যে কূটনৈতিক উত্তেজনা বেড়েছে। ট্রাম্প দাবি করেছিলেন, ভারত ও পাকিস্তানের সংঘর্ষবিরতিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যদিও ভারত সেই দাবি প্রত্যাখ্যান করে। এরপরও ট্রাম্প বারবার একই মন্তব্য করে গেছেন। পরিস্থিতি আরও জটিল হয় যখন ভারত রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যেতে থাকে। এর জেরেই ভারতীয় পণ্যের উপর আমেরিকা ৫০ শতাংশ শুল্ক আরোপ করে।

এই ক্রমবর্ধমান চাপানউতোরের মাঝেই এবার আলোচনার ইঙ্গিত দিলেন ট্রাম্প। ‘ট্রুথ’-এ দেওয়া বার্তায় তিনি লেখেন, “দুই দেশের বাণিজ্যের বাধাগুলি কাটিয়ে উঠতে ভারত ও আমেরিকা আলোচনা চালিয়ে যাচ্ছে। আগামী সপ্তাহগুলিতে আমার খুব ভাল বন্ধু প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলতে মুখিয়ে রয়েছি।” তিনি আরও আশাবাদী, বাণিজ্যচুক্তি নিয়ে দুই দেশের মধ্যে “সফল সিদ্ধান্তে” পৌঁছতে কোনও অসুবিধা হবে না।

ট্রাম্পের বার্তার পর নরেন্দ্র মোদীও প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, “ভারত ও আমেরিকা ঘনিষ্ঠ বন্ধু এবং প্রাকৃতিক অংশীদার।” তিনি জানান, দ্রুত বাণিজ্যচুক্তি সম্পন্ন করার জন্য ভারতও সমানভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে মোদীও ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য মুখিয়ে রয়েছেন বলে উল্লেখ করেন।

তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, ভারতের দৃঢ় অবস্থানের কারণে কি কিছুটা ব্যাকফুটে চলে গেছেন ট্রাম্প? নাকি কূটনৈতিক পরিস্থিতি সামলাতেই আলোচনার বার্তা দিয়েছেন তিনি? এখন দেখার বিষয়, ট্রাম্প এই বক্তব্যে স্থির থাকেন, নাকি আগের মতোই কড়া অবস্থানে ফিরে যান।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top