বাথটবে স্নানরত অদ্রিজা, বোল্ড লুকে কাবু নেটপাড়া

বাথটবে স্নানরত অদ্রিজা, বোল্ড লুকে কাবু নেটপাড়া

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অদ্রিজা রায় বর্তমানে হিন্দি ধারাবাহিকে চুটিয়ে কাজ করছেন। এখন তাঁকে দেখা যাচ্ছে ‘অনুপমা’ সিরিয়ালে। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি। কিছুদিন আগে ইন্দোনেশিয়ার বালি থেকে ফিরেই একাধিক বোল্ড ছবি পোস্ট করেন তিনি।

ছবিগুলিতে কখনও তাঁকে দেখা যাচ্ছে কালো বা নীল বিকিনিতে সমুদ্র বা পুলের জলে, কখনও আবার বাথটবে বা ঝর্নার ধারায়। সাহসী ফটোশ্যুটে কাঁপিয়ে দিয়েছেন নেটদুনিয়া। ভক্তদের একাংশ এই ছবি দেখে মুগ্ধ।

‘বেদেনি মলুয়ার কথা’ দিয়ে টেলিভিশনে পা রাখা অদ্রিজা এরপর ‘পটলকুমার গানওয়ালা’, ‘মৌ এর বাড়ি’ সিরিয়ালেও নজর কাড়েন। বর্তমানে মুম্বইয়ের হিন্দি সিরিয়ালে যেমন ‘কুণ্ডলী ভাগ্য’-এ ডা. পালকি খুরানার ভূমিকায় তিনি পরিচিত মুখ। কাজের ফাঁকে ঘুরতে ভালোবাসেন এই অভিনেত্রী। তাই অবসর পেলেই ব্যাগ গুছিয়ে রওনা হয়ে যান নতুন গন্তব্যে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top