বানিপুর বজবজিয়া স্কুলের ভিতর বোমা ফেটে আহত ৩ দুষ্কৃতি

বানিপুর বজবজিয়া স্কুলের ভিতর বোমা ফেটে আহত ৩ দুষ্কৃতি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

উত্তর ২৪পরগণা:- বারাসত ব্লক২ শাসন থানার অন্তর্গত বানিপুর বজবজিয়া স্কুলের ভিতর বোমা ফেটে আহত ৩ দুষ্কৃতি।ক্ষতি হয় স্কুল্টতেও।লকডাউনে স্কুল বন্ধ আর সেই বন্ধ স্কুল ঘরের মধ্যেই দুষ্কৃতীরা বোমা বাধার কাজ করছিল আর সেই বোমা ফেটে আহত তিন দুষ্কৃতী। বোমের তীব্রতায় স্কুল ঘরের প্লাস্টার খসে পড়ে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যপক উত্তেজনা। ঘটনাস্থলে শাসন থানার পুলিশ।

শনিবার রাতে দাতপুর গ্রাম পঞ্চায়েতের বানিপুর বজবজিয়া স্কুলে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বোমা বাধার কাজ করছিল। সেই সময় বোমা বিস্ফোরণ হয়। তিন জন আহত হয় বলে এলাকার মানুষের দাবি। অন্যদিকে পঞ্চায়েতে সদস্যর দাবি বেশ কয়েক জন দুষ্কৃতী স্কুল ঘরে বোমা বাধছিল ছিল সেই বোমা ব্লাস্ট হয়ে ক্ষতি হয় স্কুল বাড়ির ভিতরের অংশ। সেই সময় খবর পেয়ে কয়েক জন গ্রামবাসী স্কুল বাড়ির সামনে গেলে তাদেরকে লক্ষ্য করে বোমা বাজিও করে দুষ্কৃতীরা। ফলে সেই বোমার আঘাতে দুজন গ্রামবাসী আহত হয় বলে গ্রামবাসীদের দাবি। এই ঘটনায় তিনজন গুরুতর জখম। তাদেরকে রাজারহাটের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে যায় শাসন থানার পুলিশ। এর আগেও ভোটের পর পরই এই দাতপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে একাধিকবার পুলিশ বোমা উদ্ধার করেছে। তার পরেও কী উদ্দেশ্যে দুষ্কৃতীরা বোমা বাধার কাজ করছিল তা তদন্ত করে দেখছে শাসন থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top