দিল্লি – বলিউডের জনপ্রিয় সিনেমা ‘বান্টি অউর বাবলী’ থেকে অনুপ্রাণিত হয়ে প্রতারণার জাল বিস্তার করা এক দম্পতিকে অবশেষে গ্রেফতার করল দিল্লি পুলিশ। অভিযোগ, নিজেদের পরিচয় টিভি সিরিয়ালের নামী পরিচালক ও প্রযোজক বলে দিয়ে তাঁরা উচ্চাকাঙ্ক্ষী অভিনেতাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। শনিবার দিল্লি পুলিশের ডিসিপি (দক্ষিণ-পশ্চিম) অমিত গোয়েল জানান, লখনউয়ের বাসিন্দা তরুণ শেখর শর্মা (৩২) এবং দিল্লির বাসিন্দা আশা সিংহ ওরফে ভাবনা (২৯)-এর বিরুদ্ধে দেশজুড়ে প্রায় ২০টিরও বেশি প্রতারণার অভিযোগ রয়েছে।
অভিযুক্তরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উঠতি অভিনেতা-অভিনেত্রীদের টার্গেট করতেন, জনপ্রিয় টিভি সিরিয়াল বা ওটিটি শোতে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁদের প্রলুব্ধ করতেন। সর্বশেষ ঘটনায়, এক যুবক অভিযোগ করেন যে, এই দম্পতি তাঁকে একটি সিরিয়ালে অভিনয়ের সুযোগ দেওয়ার নামে প্রলোভন দেখিয়ে ২৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। সেই সিরিয়ালের প্রকৃত প্রযোজকদের সঙ্গে যোগাযোগ করার পর যুবক বুঝতে পারেন, অভিযুক্তদের সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই।
অভিযোগকারীর কাছ থেকে প্রসেসিং ফি, সদস্যপদ চার্জ ইত্যাদি নানা অজুহাতে টাকা নেওয়া হয়েছিল। টাকা পাওয়ার পর থেকেই দম্পতির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই যুবক থানায় অভিযোগ জানালে, দিল্লি পুলিশ তাদের মোবাইল ট্র্যাক করে। অবশেষে বেঙ্গালুরুর একটি ভাড়া ফ্ল্যাট থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন, ১০টি সিম কার্ড, ১৫টি ব্যাংকের চেকবই, পাসবুক, আটটি এটিএম কার্ড এবং একজোড়া সোনার দুল উদ্ধার হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, তাঁরা বিভিন্ন শহরে অবস্থান পরিবর্তন করে প্রতারণার কাজ চালাতেন যাতে সনাক্তকরণ এড়ানো যায়। তাঁরা বিলাসবহুল হোটেলে থাকতেন, জমকালো জীবনযাপন করতেন এবং প্রায় ১৫টি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলেন।
এমনকি, প্রতারণার কৌশল নিখুঁত করতে অভিযুক্তরা অনলাইন ভিডিওর মাধ্যমে প্রশিক্ষণও নিয়েছিলেন। দিল্লি পুলিশ সূত্রে খবর, এই দম্পতির বিরুদ্ধে জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ এবং দিল্লিতে একাধিক মামলায় ওয়ান্টেড নোটিস জারি রয়েছে।
