বিনোদন – ব্যক্তিগত জীবনের টানাপোড়েন ঘিরে ফের শিরোনামে অভিনেতা ও সাংসদ হিরণ চট্টোপাধ্যায়। সম্প্রতি তাঁর মেয়ের একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন চর্চা। ‘বাবার বিয়ের ছবি…’—এই কথার মাধ্যমেই প্রথমবার প্রকাশ্যে মুখ খুলেছে হিরণের মেয়ে। পরিবারে চলা অশান্তির আবহে তাঁর এই প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়ে।
এরই মাঝে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন হিরণের স্ত্রী অনিন্দিতা। তাঁর দাবি, ডিভোর্স সংক্রান্ত বিষয়ে তাঁকে কোনও আদালতের নোটিস পাঠানো হয়নি। অনিন্দিতার কথায়, “আদালত থেকে আমাকে ডিভোর্সের নোটিস পাঠানো হয়নি। আমি শুধু একটি আইনি চিঠি পাঠিয়েছিলাম। কোর্ট থেকে নোটিস এলেই ডিভোর্স হয়ে যায় না।” এই মন্তব্যের পর গোটা বিষয়টি নতুন আইনি ও সামাজিক আলোচনার কেন্দ্রে এসেছে।
অনিন্দিতা অভিযোগে উল্লেখ করেছেন, ডিভোর্স সংক্রান্ত বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে এবং তাঁর সম্মতি ছাড়াই নানা কথা প্রকাশ্যে আনা হচ্ছে। তিনি মনে করছেন, এতে তাঁর সম্মানহানি হয়েছে। সেই কারণেই থানার দ্বারস্থ হয়েছেন তিনি।
অন্যদিকে, মেয়ের আবেগঘন মন্তব্য এই পারিবারিক দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করেছে। বাবা-মায়ের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে সন্তান মুখ খোলায় বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে বলে মত ওয়াকিবহাল মহলের।
এই মুহূর্তে হিরণ চট্টোপাধ্যায় বা তাঁর তরফে এই অভিযোগ নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে গোটা ঘটনাপ্রবাহে স্পষ্ট, ব্যক্তিগত সম্পর্কের জটিলতা ধীরে ধীরে আইনি ও সামাজিক বিতর্কের রূপ নিচ্ছে।




















