হাওড়া – হাওড়ায় বেলুড়ের ঠাকুরন পুকুর এলাকায় গিরিশ ঘোষ রোডে বাবা ও ছেলের জোড়া মৃতদেহ উদ্ধার। শনিবার সকালে এলাকাবাসীরা প্রাত:ভ্রমণে বেরিয়ে দেখেন পুকুরের ধারের একটি গাছে বৃদ্ধের ঝুলন্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়।ঘরে ছেলেকে খবর দিতে গিয়ে দেখা যায় ছেলের দেহও ঘরের মাটিতে পড়ে। পাখায় গামছা ঝুলছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পারিবারিক অশান্তির জেরে ছেলে পাখায় গামছা ঝুলিয়ে আত্মঘাতী হয়।বাবাও সেই দেখে বাইরে পুকুরের ধারে একটি গাছে কাপড়ে গলায় দড়ি দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বাবার নাম সুভাষ পাল (৭৫) এবং ছেলে অজিত পাল (৩৮)।অজিত একটি প্রাইভেট সংস্থায় কাজ করতেন। মা এক বছর আগে মারা যান। বাবা ও ছেলে একসঙ্গে থাকতেন। ঘটনাস্থলে বেলুড় থানার পুলিশ এসে বাবা ও ছেলের দেহ উদ্ধার করে স্থানীয় জয়সোয়াল হাসপাতালে নিয়ে যায়। ঘটনার তদন্তে নেমেছে বেলুড় থানার পুলিশ।
