বাবা বকাবকি করায় কীটনাশক খেয়ে আত্মহত্যা করল এক স্কুলছাত্রী।ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার হরিদাসপুর গ্রামে। মৃত ছাত্রীর নাম পিঙ্কি পোদ্দার। সে স্থানীয় শ্যাম সুখী বালিকা শিক্ষা নিকেতন স্কুলের দশম শ্রেণীর ছাত্রী l দুপুর বেলায় বান্ধবীদের সাথে বাড়ির বাইরে না গিয়ে বাড়িতে থাকার জন্য তার বাবা বকাবকি করে আর সেই অভিমানেই এই দুর্ঘটনা ঘটায় বলে দাবি পরিবারের l