নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা,৫ ই আগস্ট : বাবা, মা’কে মারধোর করে বাড়ি থেকে বের করে দিল গুনধর ছেলে। বিচার চেয়ে থানার দ্বারস্থ হন প্রৌঢ় বাবা মা। অবশেষে পুলিশের হস্তক্ষেপে বাড়িতে ফেরেন কার্ত্তিক নায়েক ও হরিদাসী নায়েক নামে ঐ দম্পতি।
.অভিযুক্ত ছেলে পরিমল নায়েককে আটক করেছে বাসন্তী থানার পুলিশ। রবিবার ঘটনাটি ঘটে বাসন্তী থানার শিবগঞ্জ গ্রামে।