বাবা হতে চান দেব! ব্যক্তিগত জীবনের ইচ্ছের কথা জানালেন অভিনেতা

বাবা হতে চান দেব! ব্যক্তিগত জীবনের ইচ্ছের কথা জানালেন অভিনেতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – পুজোর মরসুমে মুক্তি পাওয়া ‘রঘু ডাকাত’ ছবিতে দেবের অ্যাকশন-অবতার ইতিমধ্যেই আলোচনায়। এর আগে আগস্টে মুক্তি পাওয়া ‘ধূমকেতু’ ছিল সুপারহিট। পেশাগত জীবনে একের পর এক সাফল্য পেলেও, ব্যক্তিগত জীবনে দেব এখনও অবিবাহিত। দীর্ঘদিনের সঙ্গী রুক্মিণী মৈত্রর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে টলিপাড়ায় চর্চা চলছেই। এবার এক সাক্ষাৎকারে অভিনেতা জানালেন, তিনি বাবা হতে চান।

দেব বলেন, “অবশ্যই আমি চাই আমার পরিবার হোক। বিষয়টা আমি ডেস্টিনির হাতে ছেড়ে দিয়েছি।” অভিনেতার এই মন্তব্যে জল্পনা আরও বেড়েছে— তবে কি বিয়ের পরিকল্পনা শিগগিরই? টলিপাড়ার গুঞ্জন, ‘ধূমকেতু’ সময় থেকেই দেব-রুক্মিণীর সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। বর্তমানে রুক্মিণী মুম্বইতে থাকেন, শুটিংয়ের কাজে তবেই কলকাতায় আসেন তিনি।

এদিকে, দেব এখন ব্যস্ত নতুন ছবির প্রচারে। ‘রঘু ডাকাত’ হলে চলছে সফলভাবে, আর বড়দিনের সপ্তাহে মুক্তি পেতে চলেছে ‘প্রজাপতি ২’, যেখানে দেব অভিনয় করছেন এক সিঙ্গল ফাদারের চরিত্রে। ছবিতে দেব-মিঠুন জুটির প্রত্যাবর্তন ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। ইধিকা পাল ও জ্যোতির্ময়ী কুণ্ডুকে দেখা যাবে নায়িকা হিসেবে। অভিজিৎ সেন পরিচালিত ছবির শ্যুটিং সম্পূর্ণ হয়েছে লন্ডনে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top