ধুপগুড়ির বাবুলাল গোপ মঞ্চে অনুষ্ঠিত হবে সিপিআই এমের ২৫ তম জেলা সম্মেলন

ধুপগুড়ির বাবুলাল গোপ মঞ্চে অনুষ্ঠিত হবে সিপিআই এমের ২৫ তম জেলা সম্মেলন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
বাবুলাল

দুয়ারে পুর ভোট, ধুপগুড়ির বাবুলাল গোপ মঞ্চে অনুষ্ঠিত হবে সিপিআই এমের ২৫ তম জেলা সম্মেলন।সিপিআই(এম) ২৫ তম জেলা সম্মেলন সফল করার আহ্বান জানিয়ে জলপাইগুড়ি শহরে মিছিল করল সিপিআই(এম) সদর পূর্ব এরিয়া কমিটি। সিপিআই(এম) জেলা কার্যালয় সুবোধ সেন ভবন থেকে এই মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে।

 

ভারতবর্ষকে হিন্দু-মুসলিমের বিভাজনের রাজনীতির করে দেশ বিক্রীর চক্রান্তে লিপ্ত বিজেপি, রাজ্যের বুকে গণতন্ত্রকে হত্যাকারী তৃণমূলের বিরুদ্ধে লড়াই আরো তীব্র করার আহ্বান জানিয়ে সাম্প্রদায়িকতা বিচ্ছিন্নতাবাদ এর বিরুদ্ধে ২৫ তম জলপাইগুড়ি জেলা সিপিআই(এম)এর সম্মেলন সফল করার ডাক দেন নেতৃবৃন্দ।। এর পাশাপাশি সিপিআইসিপিআই(এম) 25 তম জেলা সম্মেলন সফল করার আহ্বান জানিয়ে জলপাইগুড়ি শহরে মিছিল করল সিপিআই(এম) সদরপূর্ব এরিয়া কমিটি।

 

আর ও পড়ুন    এই পৌর নির্বাচনে সারা বাংলায় বিপুলভাবে জিতবে বিজেপি, মুকুল রায়

 

সিপিআই(এম) জেলা কার্যালয় সুবোধ সেন ভবন থেকে এই মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে। ভারতবর্ষকে হিন্দু-মুসলিমের বিভাজনের রাজনীতির করে দেশ বিক্রীর চক্রান্তে লিপ্ত বিজেপি, রাজ্যের বুকে গণতন্ত্রকে হত্যাকারী তৃণমূলের বিরুদ্ধে লড়াই আরো তীব্র করার আহ্বান জানিয়ে সাম্প্রদায়িকতা বিচ্ছিন্নতাবাদ এর বিরুদ্ধে ২৫ তম জলপাইগুড়ি জেলা সিপিআই(এম)এর সম্মেলন সফল করার ডাক দেন নেতৃবৃন্দ।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক বিপুল সান্যাল, । এর পাশাপাশি সিপিআইএম জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষে সম্পাদক সলিল আচার্য এক প্রেস বিবৃতিতে জানান আগামী ২৬ ও ২৭ শে ডিসেম্বর কমরেড বাবুলাল গোপ মঞ্চ ( ধূপগুড়ি কমিউনিটি হল) তেভাগা ঐতিহ্য নগর (ধূপগুড়ি) এ অনুষ্ঠিত হতে চলেছে সিপিআই(এম)২৫ তম জলপাইগুড়ি জেলা সম্মেলন।

 

উল্লেখ্য, দুয়ারে পুর ভোট, ধুপগুড়ির বাবুলাল গোপ মঞ্চে অনুষ্ঠিত হবে সিপিআই এমের ২৫ তম জেলা সম্মেলন।সিপিআই(এম) ২৫ তম জেলা সম্মেলন সফল করার আহ্বান জানিয়ে জলপাইগুড়ি শহরে মিছিল করল সিপিআই(এম) সদর পূর্ব এরিয়া কমিটি।

 

সিপিআই(এম) জেলা কার্যালয় সুবোধ সেন ভবন থেকে এই মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে। ভারতবর্ষকে হিন্দু-মুসলিমের বিভাজনের রাজনীতির করে দেশ বিক্রীর চক্রান্তে লিপ্ত বিজেপি, রাজ্যের বুকে গণতন্ত্রকে হত্যাকারী তৃণমূলের বিরুদ্ধে লড়াই আরো তীব্র করার আহ্বান জানিয়ে সাম্প্রদায়িকতা বিচ্ছিন্নতাবাদ এর বিরুদ্ধে ২৫ তম জলপাইগুড়ি জেলা সিপিআই(এম)এর সম্মেলন সফল করার ডাক দেন নেতৃবৃন্দ।। এর পাশাপাশি সিপিআইসিপিআই(এম) 25 তম জেলা সম্মেলন সফল করার আহ্বান জানিয়ে জলপাইগুড়ি শহরে মিছিল করল সিপিআই(এম) সদরপূর্ব এরিয়া কমিটি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top