বামফ্রন্ট আমলে শিলান্যাস হওয়া সেতু অবশেষে উদ্বোধন করলেন প্রশাসনিক প্রধান। বসিরহাট মহকুমা হাড়োয়া এবং মিনাখা বিধানসভার সংযোগস্থল বিদ্যাধরী নদীর উপর অবস্থিত বোয়ালঘাটা সেতু ২০০৫, সালে বামফ্রন্ট সরকারের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে শুভ শিলান্যাস হয়েছিল। কেটে গেছে বেশ কিছু ১৭, বছর অবশেষে জমিজট কাটিয়ে বিভিন্ন সমস্যা কাটিয়ে সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হচ্ছে সুন্দরবন উন্নয়ন দপ্তরের নবনির্মিত বোয়াল ঘাটা সেতু।
৩০০ ফুট লম্বা প্রায় ২৫ ,চওড়া চওড়া খরচ আনুমানিক প্রায় ১৫ কোটি টাকা ৩, লক্ষ মানুষ এই সেতুর সুবিধা পাবে পাশাপাশি ছোট বড় যানবাহন যাতায়াত করতে পারবে তারই প্রস্তুতি চলছে তুঙ্গে। সেতু নব রূপে সাজিয়ে তোলা হচ্ছে, একদিকে শেষ পর্যায়ে রং তুলি শেষ টান দেওয়া হচ্ছে অন্যদিকে সেতুর সব রকম প্রস্তুতি শেষ করা হচ্ছে। উদ্বোধনে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রথীন ঘোষ এছাড়াও থাকবেন জেলাশাসক মহকুমা শাসক এবং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এছাড়াও থাকবেন হাড়োয়া বিধানসভার বিধায়ক হাজী শেখ নুরুল ইসলাম মিনাখা বিধানসভার বিধায়িকা ঊষা রানী মন্ডল এছাড়াও প্রশাসনের কর্তাব্যক্তিরা দুর্গাপুর থেকে ২৯,শে জুন বেলা একটা নাগাদ ভার্চুয়ালি উদ্বোধন করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়। সেতু উদ্বোধন হওয়ায় উপকৃত হবে একদিকে উত্তর 24 পরগনা জেলা সদর বারাসাত যেতে প্রায় ২০,কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হতো তারা অতি সহজেই ২০, কিলোমিটার রাস্তা কমে যেতে পারবেন।
আরও পড়ুন – সুস্থ জেল্লাদার ত্বক পেতে সকালে ঘুম থেকে উঠে মেনে চলুন এই ছ’টি নিয়ম
এছাড়াও ব্রিজের দুই দিকে অবস্থিত একদিকে যেমন শাসন, বেলিয়াঘাটা, গোলাবাড়ি মতো জায়গা রয়েছে অপরদিকে রয়েছে আন্দুলিয়া,চৌহাটা, হাড়োয়ার বিস্তীর্ণ এলাকা রয়েছে। ফলে বলাই যায় সাধারণ মানুষের অনেকটাই উপকারে আসবে। আজ দুপুর 1 টা নাগাদ বর্ধমানের আসানসোল থেকে ভার্চুয়াল এর মাধ্যম দিয়ে বোয়াল গাটা সেতু উদ্বোধন করলেন সেতুর উপর দিয়ে মন্ত্রী থেকে প্রশাসনিক আধিকারিক সাধারন মানুষ যাতায়াত শুরু করলেন। বামফ্রন্ট আমলে