নিউজ ডেস্ক ২৮ অক্টোবর ২০২০: করোনার প্রকোপ সেসব জায়গাতেই বেশি যেখানে বায়ুদূষণ এর পরিমান বেশি সম্প্রতি গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। ইউরোপে এর হার ১৯%,আমেরিকার ১৭% এবং পূর্ব এশিয়ায় বায়ুদূষণের ফলে করনার প্রকোপ ২৭%।

সমীক্ষার ফলাফল বলছে যে সব দেশে বায়ু দূষণের প্রকোপ কম সেসব জায়গায় করোনা সংক্রমণ অনেক টাই কম।ইতালি এবং চিনের উপর করা এক সমীক্ষা বলছে শীতকালে বাড়তে পারে করোনা সংক্রমণ। ভারতে বায়ুদূষণ অনেকটাই বেশি তাই শীতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি।