উত্তর 24 পরগণা – বারাকপুরের পর ফের গুলির ঘটনা ঘটল নিউ বারাকপুরে। রবিবার রাতে দক্ষিণ তালবান্দা এলাকায় এক পঞ্চায়েত সদস্যাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। সৌভাগ্যক্রমে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান ওই পঞ্চায়েত সদস্যা। মূল অভিযুক্ত প্রণব বিশ্বাসকে কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে নিউ বারাকপুর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ও ক্ষোভ ছড়ায়, ছুটে আসেন পুলিশ আধিকারিকরাও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত স্থানীয় একটি কালীমন্দিরে চুরির অভিযোগ থেকে। রবিবার রাতে ওই মন্দিরে চুরির ঘটনা ঘটলে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবক রাহুল মণ্ডলকে ধরে ফেলেন। এরপরই তাঁরা খবর দেন পঞ্চায়েত সদস্যাকে। অভিযোগ, রাহুলও সেই সময় বেশ কয়েকজনকে ফোন করে ডেকে নেয়। দুই পক্ষের মধ্যে তীব্র বচসার মধ্যে হঠাৎই প্রণব বিশ্বাস নামে এক যুবক পঞ্চায়েত সদস্যাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ ওঠে।
গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বড়সড় বিপদ এড়ানো গেলেও ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলির পর প্রণব পালিয়ে যায়, তবে শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে। জানা গিয়েছে, প্রণব অতীতে গাঁজা চোরাচালান মামলায় অভিযুক্ত ছিল এবং দীর্ঘ দু’বছর জেলে থাকার পর গত মে মাসেই মুক্তি পেয়েছে। তার পর এত দ্রুতই নতুন অপরাধে জড়িয়ে পড়ায় প্রশ্ন উঠছে, কীভাবে তার হাতে আগ্নেয়াস্ত্র এল। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখযোগ্যভাবে, রবিবার রাতেই বারাকপুরে লাটবাগানের কাছে পুলিশ কমিশনারেটের সামনেই গুলি চালানোর ঘটনা ঘটে। অভিযোগ, তিন যুবক মদ্যপ অবস্থায় শূন্যে একাধিক রাউন্ড গুলি চালায়, যা শুধুমাত্র ‘মজা’ করার জন্যই করা হয়েছিল বলে প্রাথমিক ধারণা। পুলিশ ইতিমধ্যে দুটি ঘটনার তদন্ত শুরু করেছে। টানা দু’টি ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
