নিজস্ব সংবাদদাতা,বারাবনী,১৮ই জুলাই :বারাবনীতে বিজেপির ডেপুটেশন ঘিরে বোমাবাজি। আজ দুপুরে রাজ্যের বিভিন্ন স্থানের সঙ্গে বারাবনী ব্লক অফিসেও ডেপুটেশন দিতে গিয়েছিল বিজেপি।
বারাবনী ব্লক অফিসের প্রায় ১০০ মিটার দূরে বিজেপির কর্মী সমর্থকদের ব্যারিকেড করে আটকে দেওয়া হয়। সেখানেই দাঁড়িয়েই অবস্থান বিক্ষোভ করছিল বিজেপি। হঠাৎই বিডিও অফিসের পাশে কেলেজোড়া স্কুলের পাশে মাঠে বোমার জোরে শব্দ শোনা যায়।
গিয়ে দেখা যায় মাঠের বাউন্ডারিতে বোমার দাগ। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে ভেবে পুলিশ বিজেপির কর্মী সমর্থকদের সরিয়ে দেয়। যদিও বোমা পড়ার ঘটনা অস্বীকার করেছে পুলিশ।