বারাসত শহরের প্রাণকেন্দ্রে বড়মা মন্দিরে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে পুলিসের নিরাপত্তা!

বারাসত শহরের প্রাণকেন্দ্রে বড়মা মন্দিরে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে পুলিসের নিরাপত্তা!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বারাসাত – খোদ বারাসত শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী বড় মা কালী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার গভীর রাতে এই চুরির ঘটনায় পুলিসি নিরাপত্তা প্রশ্নচিহ্নের মুখে। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে।

আর সেই ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, একটি বারমুডা ও নীল জামা পরে, মাথায় টুপি দেওয়া এক মাঝবয়সী যুবক বড় মা কালী মন্দিরের প্রণামী বাক্স নিয়ে টানাটানি করছে। এরপর মন্দিরের রেলিংয়ের সঙ্গে বাঁধা থাকা প্রণামী বক্সের শিকল ভাঙল। তারপর সে চলে যায় পাশের গলিতে। এর কয়েক সেকেন্ড পর ফিরে এসে বুকে করে আগলে প্রণামি বক্সটি নিয়ে চলে যায়। সাতসকালে বিষয়টি জানাজানি হতেই গোটা এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।

মন্দিরের পুরোহিত বিদ্যাধর সৎপতি বলেন, প্রণামী বক্সে অনেক টাকা ছিল। সেটি তুলে নিয়ে সব টাকায় গায়েব করে দিয়েছে এক দুষ্কৃতী। আর প্রনামী বক্স পড়েছিল পাশের একটি জঙ্গলে। পুলিস এসে তা উদ্ধার করেছে। বারাসাত শহরে মাঝেমধ্যেই চুরির ঘটনা ঘটছে। এবার আমাদের মন্দিরও রেহাই পেলে না। ফলে, বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top