নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,১০ জুলাই :-▪ বারাসাতের চাঁপাডালিতে একটি বেসরকারি নার্সিংহোমকে কোভিড হাসপাতাল ঘোষণা করায় এলাকায় উত্তেজনা ছড়ায়। শুক্রবার সকাল থেকেই দফায় দফায় এই সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে রাস্তায় নামে স্থানীয় মানুষ। পরে বামফ্রন্টের তরফেও এই বেসরকারি নার্সিং হোম এর সামনে বিক্ষোভ দেখানো হয়। সকলের দাবি অবিলম্বে ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এই নার্সিংহোমকে কোভিড চিকিৎসার জন্য নির্বাচিত করা হাসপাতালে লিস্ট থেকে নাম বাতিল করতে হবে। নার্সিংহোম লাগোয়া তিন পাশে চারটি আবাসন রয়েছে। এই আবাসন গুলিতে প্রায় ৩২টি পরিবার রয়েছে। এই আবাসন গুলি নার্সিংহোমের দেয়াল ঘেষে তৈরি হওয়াতে করোনা সংক্রমণের আতঙ্ক সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ফরোয়ার্ড ব্লকের নেতা সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন যশোর রোড লাগোয়া এই নার্সিংহোম টি বারাসাত ও তার আশেপাশের অঞ্চলের সাধারণ রোগীদের জন্য ছাড় দেওয়া হোক। এছাড়াও এই ঘন জনবসতিপূর্ণ এলাকায় এমন রোগের চিকিৎসার কথা সরকারকে পুনর্বিবেচনা করতে বলা হয়।
বারাসাতের একটি বেসরকারি নার্সিংহোমকে কোভিড হাসপাতাল ঘোষণা করায় এলাকায় উত্তেজনা
বারাসাতের একটি বেসরকারি নার্সিংহোমকে কোভিড হাসপাতাল ঘোষণা করায় এলাকায় উত্তেজনা
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram