বারাসাতের কাউন্সিলরকে ষড়যন্ত্র করে খুনের অভিযোগ

বারাসাতের কাউন্সিলরকে ষড়যন্ত্র করে খুনের অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর চব্বিশ পরগনা, ২২ ফেব্রুয়ারি, অভিযোগ, বারাসাতের কাউন্সিলরকে ষড়যন্ত্র করে খুনের অভিযোগ উঠল।খুন হয়েছেন বারাসাত পৌরসভার কাউন্সিলার প্রদ্যুৎ ভট্টাচার্য্য ও তাঁর ভাই প্রণব ভট্টাচার্য্য। আর এই খুনের ষড়যন্ত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কাউন্সিলারের গাড়ির চালক বারাসাতেরই বাসিন্দা দেবকুমার দে। হুগলীর চণ্ডীতলা থানায় এই মর্মে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন গাড়ি দুর্ঘটনায় প্রয়াত কাউন্সিলারের স্ত্রী মৌমিতা ভট্টাচার্য্য।

গত রবিবার হুগলীর চণ্ডীতলা থানা এলাকায় পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন বারাসাত পুরসভার জনপ্রিয় কাউন্সিলর প্রদ্যুৎ ভট্টাচার্য্য। তিনি যে গাড়ির আরোহী ছিলেন সেই বোলেরো গাড়িটি ধাক্কা মারে এক ট্রাক্টরকে।ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূলের জনপ্রিয় নেতা ও কাউন্সিলার প্রদ্যুৎ ভট্টাচার্যের। গাড়িতে সওয়ারী তাঁর ভাই প্রণব ভট্টাচার্য্য একই দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান।গাড়ি চুরমার হয়ে দুই আরোহীর মৃত্যু হলেও আশ্চর্যজনকভাবে সেই ভয়াবহ দুর্ঘটনায় অক্ষত থেকে যান বোলেরোর চালক দেবকুমার দে। এ নিয়ে কাউন্সিলারের পরিবারে ও ঘনিষ্ঠ মহলে কানাঘুঁষো ছিলই। ছিল অন্তর্ঘাতের আশংকা। সাথে ছিল কুটিল ষড়যন্ত্রের ইঙ্গিত। অবশেষে এনিয়ে প্রয়াত কাউন্সিলারের স্ত্রী মৌমিতা ভট্টাচার্য শুক্রবার চণ্ডীতলা থানায় অভিযোগ দায়ের করেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top