বারাসাতের পাইওনিয়ার ও নোয়াপাড়া কল্যাণ সমিতি পুজো কমিটিকে দীপ সন্মান তুলে দিলেন মন্ত্রী পার্থ ভৌমিক। কালি পুজো মানে উওর২৪পরগনার বারাসাত। বহুদিন ধোরে জেলার বিখ্যাত তালিকায় সেরা শিরোনাম অর্জন করে রেখেছে। বারাসাতের পুজো দেখতে বহু দূর দূরান্ত থেকে ছুটে আসা দর্শনার্থীরা। পুজোর কটা দিন এতটাই জমজম থাকে মানুষের ভিড়ে যেখানে রাস্তায় পা গলাবার উপায় থাকেনা।
প্রতিবছর যে পূজা অনুষ্ঠিত হয় এবারে তার থেকে আরো অনেক পুজো বেড়েছে। বাইরে থেকে দর্শনার্থীদের বারাসাতে এসে সারারাত ঠাকুর দেখতে কোনোরকম অসুবিধা হয়না। রাত পার হয়ে গেলেও ঠাকুর দেখা শেষ হবে না এমনটাই অভিজ্ঞতা অর্জন করে আসছে বহু বছর ধরে দর্শনার্থীরা। আলোর রসনা মণ্ডপসজ্জা মাতৃ প্রতিমা সাপটাই চোখ ধাঁধানো এখানে। বারাসাতের যে কয়েটি ঐতিহ্যবাহী কালীপূজা হয় তার মধ্যে পাইওনিয়ার এথলেটিক ক্লাব অন্যতম। তাদের এবছরের থিম মরক্কোর কাসবা টাওয়ার।
আরও পড়ুন – এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য
সেই পাইওনিয়ার ক্লাবের পুজোকে দীপ সম্মানে ভূষিত করলো ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশন, প্রেস ব্যুরো উত্তর চব্বিশ পরগনা ও মিডিয়া পার্সেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন। এদিন এই দীপ সন্মান তুলে দেওয়া হয় পাইওনিয়ার এথলেটিক ক্লাবের কর্ণধার ও সমাজসেবী কার্তিক ব্যানার্জি ও দেবব্রত পালের হাতে। ওই দীপ সম্মান তুলে দেন সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক। এদিকে ১৬ ফুটের নিখুঁত মাতৃপ্রতিমার জন্য নপাড়া কল্যাণ সমিতিকেও ওই তিন সংগঠনের পক্ষ থেকে এদিন দীপ সম্মান তুলে দেওয়া হয়।