উত্তর 24 পরগণা – বারাসাতের ঐতিহ্যবাহী সন্ধানী ক্লাবের কালীপুজোকে ঘিরে তৈরি হয়েছিল উৎসবের উন্মাদনা। কিন্তু সেই উন্মাদনাই শেষ পর্যন্ত বিপত্তির কারণ হয়ে দাঁড়াল। পুজোর মণ্ডপে প্রবেশ করতে বিপুল জনসমাগম হয়। কৃত্রিমভাবে নির্মিত জাতীয় সড়কের ওপর বানানো বাসের ব্যারিকেড সেই ভিড়ের চাপে ভেঙে পড়ে। মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ঘটনার খবর পেয়ে বারাসাত থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। জনসমাগম নিয়ন্ত্রণে আনতে শুরু হয় তৎপরতা। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শেষ পর্যন্ত প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেওয়া হয় সন্ধানী ক্লাবের কালীপুজো।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুজোর দিনটিতে সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় ছিল মণ্ডপে। সন্ধ্যার সময় সেই ভিড় আরও বাড়তে থাকে। পুলিশ ও ক্লাব কর্তৃপক্ষের চেষ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি জনজোয়ার। আপাতত এলাকা শান্ত, তবে ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থার খামতি নিয়েও উঠেছে প্রশ্ন।




















