নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,১৩ ই সেপ্টেম্বর : বারাসাতে দিলীপ ঘোষ ॥ ‘ ‘ মমতা ব্যানার্জীর আওয়াজই আছে , আর কিছুই নেই , ‘ ‘ বক্তা দিলীপ ঘোষ । শুক্রবার , বারাসাতে এসে মমতা কে তোপ দাগার পাশাপাশি দেশের ‘ বেহাল ‘ অর্থনীতি নিয়ে দুশ্চিন্তার কারণ নেই বলেই মত প্রকাশ করলেন তিনি । মমতা ব্যানার্জীকে আক্রমণ করে দিলীপ ঘোষ জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বেঁচে থাকতে বিমূদ্রাকরণ , জি এস টি , তিন তালাক বিল , ৩৭০ প্রত্যাহার যেমন হয়েছে এখানে এন আর সি ও হবে । এন আর সি পরীক্ষামূলক ভাবে চলছে , এরপরে সর্বত্র হবে ।
রাজ্য বিজেপি সভাপতির অভিযোগ , ‘ ‘ মেট্রো ডেয়ারি নিয়ে অনেক বড় দুর্নীতি হয়েছে ,এতে তৃনমূল ও মমতা ব্যানার্জীর হাত আছে। ‘ ‘ মেট্রো ডেয়ারি নিয়ে অধীর চৌধুরীর অভিযোগে শীলমোহর দিয়ে তিনি বলেন , অধীর চৌধুরীর বক্তব্যে তাঁদের সমর্থন আছে ।
ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে তাঁর বক্তব্য , দুর্ঘটনার পেছনে পুরো চক্রান্ত সম্পূর্ণ ভাবে তৃণমুলই করেছে । জোর করে সার্ভেতে ঠিক হওয়া যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে । দিলীপ ঘোষ জানান , স্বাভাবিক ভাবেই ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে মুকুল রায় ও অধীর চৌধুরী রাজ্য সরকারকে যে দায়ী করছেন তা সঠিক । তাঁরা এনিয়ে তদন্তের দাবী করছেন বলে জানান দিলীপ ঘোষ ।
তিনি নির্মলা সীতারামন কে সমর্থন করেন অ্যাপ- ক্যাব প্রসঙ্গে । অর্থনীতি তে মনমোহন সিংহের সময় আরো মন্দা ছিল জানিয়ে চীদাম্বরম কে এক হাত নিয়ে বলেন , এত কোটি টাকার দুর্নীতি করে জেলে বসে এখন দেশের কথা ভাবছেন তিনি ? ‘ নিজের কথা ভাবুন চীদাম্বরম, দেশের কথা আমরা ভাববো , ‘ ‘ দিলীপ ঘোষের পরামর্শ ।