উত্তর 24 পরগনা – বারাসাতে ভরদুপুরে ঘটে যাওয়া চেন ছিনতাইয়ের ঘটনায় সফলতা পেল পুলিশ। সিসিটিভি ফুটেজের সাহায্যে অভিযুক্তদের ব্যবহৃত বাইক চিহ্নিত করার পর জানা যায়, ২৩ আগস্ট এক বন্ধুর বাইক নিয়ে দুই যুবক বারাসাতে এসেছিল।
ঘটনাটি ঘটে বারাসাত চৌধুরীপাড়ার ভেতরে একটি স্কুলের সামনে। এক শিক্ষিকা স্কুল থেকে বের হওয়ার সময় তাঁর গলা থেকে সোনার চেন ছিনতাই করে চম্পট দেয় দুই অভিযুক্ত। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ থেকে বাইকের নম্বর সংগ্রহ করে।
পুলিশের তৎপরতায় দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কলকাতার ফুলবাগান এলাকায় একাধিক ছিনতাইয়ের ঘটনায় জড়িত। শিক্ষিকার চেন উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই তিনি স্বস্তি ও সন্তুষ্টি প্রকাশ করেছেন।
