উত্তর ২৪পরগণা:- বারাসাত সুবর্ণপত্তন এলাকাকে কন্টেমমেন জোন চিহ্নিত করে পৃথক করার প্রস্তুতি নিল জেলা প্রশাসন।পরিদর্শন করলেম পুলিশ সুপার রাজ নারায়ন মুখার্জি।রাজ্য জুড়েই করোনা গ্রাফ নিম্নমুখী,তা সত্ত্বেও যেই সব এলাকা সংক্রমণ বেশি সেই এলাকা চিহ্নিত করে আলাদা করার প্রস্তুতকৃত চলছে।

বারাসত সুবর্ণপত্তন এলাকায় বুধবার বিকেলে পরিদর্শনে আসেন পুলিশ সুপার।তিনি জানান, এই এলাকাকে কন্টেইনমেন জোন হিসাবে চিহ্নিত করে, দেখা হবে এই এলাকার কতজন মানুষের ভ্যাকসিনেশন মরা হয়েছে,এবং যাদের এখনো পর্যন্ত টিকাকরন করা হয়নি তাদের তালিকা বানিয়ে যত দ্রুত সম্ভব তাদের ভ্যাকসিনেশন করা যায় তার ব্যবস্থা করা হবে বলে জানান।



















