বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দীদের মধ্যে ব্যাপক মারামারি, আটকাতে গেলে পুলিশকে মারধোর

বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দীদের মধ্যে ব্যাপক মারামারি, আটকাতে গেলে পুলিশকে মারধোর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ৩ মার্চ, পুলিশ আটকাতে গেলে পুলিশকে মারধোর। বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারের সাব জেলার শ্যামল চক্রবর্তী আহত হয়েছে। ভিতরে চলছে ব্যাপক ভাঙচুর। বাইরে থেকে প্রচুর পুলিশ এলেও এখনও তারা ভিতর ঢুকতে পারিনি। ভেতর থেকে বাইরের দিকে ছোড়া হচ্ছে পাথর। ঘটনাস্থলে এসেছে বারুইপুর পুলিশের পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন বারুইপুর সংশোধনাগার এর ঘটনাটি নজরে এসেছে। সাজাপ্রাপ্ত বন্দি ও বিচারাধীন বন্দিদের ভিতর কোনও একটি ঘটনাকে কেন্দ্র করে গোলমাল হযেছে বলে প্রাথমিক ভাবে জেনেছি। তা থামাতে গিয়ে আহত হয়েছেন একজন কারারক্ষী। এর আগেও একবার গোলমাল হযেছিল। বিষয়টি তদন্ত করে দেখতে বলা হযেছে। এর নিয়ে প্রয়োজনে সংশোধনাগার এ সকলের মতামত নেওয়া হবে।

গত কাল মাঝ রাতে বারাইপুর সংশোধনাগারের আবাসিকদের সঙ্গে কথা বললেন বারাইপুর এর এসপি ও আইজি সাউথ বেঙ্গল রাজিব মিশ্রা ইনকুয়ারি হবে, দুদিনের মধ্যে সুপারেন্টেন ও অতিরিক্ত জেলার সহ দুজনকে বদলি করা হবে, আবাসিক রা যে ভাঙচুর করেছে তার কোন ইনকোয়ারি হবে না এবং এসপি নিজের ফোন নাম্বার সবাইকে দিয়ে গেছে কোন অসুবিধা হলে উনাকে যেন ফোন করা হয়। রাত ১ টা নাগাদ মিটমাট হল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top