নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ২ ফেব্রুয়ারি, বারুইপুর পুলিশ জেলা সুপারের অফিসে সাইবার ক্রাইম পুলিশ স্টেশন থানার উদ্বোধন হয়ে গেল সারম্বরের সাথে। শনিবার দুপুরে এই সাইবার ক্রাইম পুলিস স্টেশন থানার উদ্বোধন করেন প্রেসিডেন্সি রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল প্রবীণ কুমার ত্রিপাঠি। এদিন সেখানে উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলা সুপার রশিদ মুনির খান। এছাড়াও ছিলেন সাইবার ক্রাইম থানার ওসি জয়শ্রী নস্কর,আই সি দুর্গাপ্রসাদ মজুমদার।
নতুন এই সাইবার ক্রাইম স্টেশনের জেরে সাধারণ মানুষ পেল নানান সুবিধে।এবার সকলে সরাসরি সাইবার ক্রাইম পুলিস স্টেশনে এসে তাঁদের অভিযোগ জানাতে পারবেন। যা আগে কোন সাইবার ক্রাইমের বিষয়ে প্রথমে লোকাল থানায় অভিযোগ করতে হত। তারপরে আসতে হত বারুইপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম অফিসে। এখন থেকে সেই অসুবিধা দূর হল। সকলেই পুলিস সুপারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।